আজ শনিবার জোকা-তারাতলা মেট্রোর (Joka Taratala Metro) উদ্বোধন হবে বলে খবর ছড়িয়েছিল। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail) সেই খবরকে ভুয়ো বলে জানাল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী (Ekalabya Chakraborty) বলেন, 'সোশ্যাল মিডিয়ায় ইয়ার্কি করে কেউ এই খবর ছড়িয়েছিল। কয়েকটি সংবাদমাধ্যম সেই খবর ছেপেছিল। এখন আবার হচ্ছে না বলতে হচ্ছে। আমরা মেট্রোর উদ্বোধনের ডেট ঠিক করিনি।'
কয়েকদিন ধরেই খবর ছড়িয়েছিল যে শনিবার উদ্বোধন হবে জোকা-তারাতলা মেট্রোর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেট্রোর সূচনা করবেন। যদিও শুক্রবার রাতে জানা যায়, সময় না থাকার কারণে আজ জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেহালা মেট্রো উদ্বোধনের দিন নিয়ে নানা বিভ্রান্তি ছড়াতে শুরু করে। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, আজ তারাতলা মেট্রোর উদ্বোধনের তারিখ ঠিক করাই হয়নি। তাই উদ্বোধন স্থগিত রাখার বিষয়টা থাকছে না। সূত্রের খবর, রেল মন্ত্রকের নির্দেশ পেলে আগামী সপ্তাহে বড়দিনের আগে ওই মেট্রোপথ খুলে দেওয়া হতে পারে।
আরও পড়ুন:Joka-Taratala Metro: চালু হচ্ছে জোকা-তারাতলা মেট্রো, কোন স্টেশনে কত ভাড়া?
জোকা থেকে বিবাদ বাগ পর্যন্ত প্রকল্পের কাজ চলছে। প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলবে মেট্রো। ডিসেম্বরের শুরুতে ভাড়ার তালিকাও প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ। ন্যূনতম ভাড়া ৫ টাকা, আর সর্বোচ্চ ২০। জোকা থেকে তারাতলা পর্যন্ত আপাতত ৬ স্টেশনে যাতাযাত করবে মেট্রো। স্টেশনগুলি হল-জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালাবাজার ও তারাতলা। আপাতত একটি মেট্রো চালানো হবে সারাদিন।