scorecardresearch
 

West Bengal Municipal Election 2022 Results : এবার লক্ষ্য শিল্পই, ৪ পুরনিগম জিতে ফের জানালেন মমতা

তৃণমূল নেত্রী বলেন, 'যত জিতব তত নম্র হতে হবে। মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে। জনগণের পরিষেবা পুরসভা দেবে। সরকারের অনেক কাজ, আগামিকাল থেকে ফের দুয়ারে সরকার চালু হচ্ছে। আমাদের সমস্ত সমাজিক প্রকল্প যাতে ঠিক মতো চলে তা সবাইকে দেখতে হবে।' 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • শিল্প ও কর্মসংস্থানে জোর মুখ্যমন্ত্রীর
  • দলকে আরও নম্র হওয়ার বার্তা
  • মানুষকে জানালেন ধন্যবাদ

'আগামিদিনে শিল্প আমাদের লক্ষ্য', রাজ্যের ৪ পুরনিগমে জয়ের দিন একথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্মসংস্থানই যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করেই এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ৪ পুরনিগমে জয়ের জন্য ফের একবার মানুষকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূল নেত্রী বলেন, 'যত জিতব তত নম্র হতে হবে। মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে। জনগণের পরিষেবা পুরসভা দেবে। সরকারের অনেক কাজ, আগামিকাল থেকে ফের দুয়ারে সরকার চালু হচ্ছে। আমাদের সমস্ত সমাজিক প্রকল্প যাতে ঠিক মতো চলে তা সবাইকে দেখতে হবে।' 

৪ পুরনিগমে জয়ের জন্য এদিন মানুষকে নমস্কার ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয় মানুষকেই উৎসর্গ করেন তিনি। একইসঙ্গে মমতা বলেন, 'সাধারণ মানুষের পরিষেবা, সবুজায়ন, শিল্প সমৃদ্ধি, মায়ের সম্মান, ছাত্র যৌবনের সম্মান, শ্রমীক কৃষকের ভালবাসা ,সর্বধর্ম সমন্বয় ও সংস্কৃতি সম্প্রীতির মধ্যে দিয়ে এই কাজ আমরা করে চলেছি ও করে যাব।'

বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি পুরনিগমে এদিন বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস। ৪ পুরনিগমেই কার্যত ভরাডুবি হয়েছে বিরোধীদের। যদিও তৃণমূলের এই জয়ের পেছনে ভোটলুঠ ও সন্ত্রাসের অভিযোগ করেছেন বিরোধীরা। 

আরও পড়ুনভ্যালেন্টাইন ডে-তে করুন এই কাজগুলি, ঝগড়া ভুলে মজবুত হবে সম্পর্ক

 

Advertisement