তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায়শই বলতে শোনা যায় বাংলায় বাঙালি অবাঙালি সকলেই মিলেমিশে ভাল রয়েছেন। এমনকি দুর্গাপুজো, ইদ বা বড়দিনের মতো ছটপুজোর সময় পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিতে যায় রাজ্য সরকারকে। অন্যদিকে আবার আসন্ন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও 'বিহারি বাবু' শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের অবাঙালি ভোটারদের মন জয় করতে চেয়েছেন বলেও মনে করছেন কেউ কেউ।
সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অবাঙালি ভোটারদের আরও কাছে টানতে বিভিন্ন পদক্ষেপ করছেন ঠিক সেই সময়ই উল্টো সুর শোনা গেল তাঁর দলের বিধায়কের গলায়। এবার রীতিমতো বিহারীদের বিরুদ্ধে তোপ দাগলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে বলাগড়ের বিধায়ককে বিহারীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, "বাঙ্গাল মে কা বা? বাঙ্গাল মে কুছ নেহি তো যা বিহার, এখানে বসে আছিস কেন? আমাদের যা আছে আমরা তাই নিয়েই সুখে দুঃখে বাঁচবো। তোদের এখানে থাকতে কে বলেছে? থাকবি এখানে, খাবি এখানে, আর এখানে বসে বলবি বাঙ্গাল মে কা বা?"
শুধু তাই নয়, এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে মনোরঞ্জন ব্যাপারী বলেন, "আপনাদের মধ্যেও যদি বাঙালি রক্ত থাকে, মাতৃভাষার প্রতি প্রেম থাকে, মাতৃভূমির প্রতি প্রেম থাকে, তাহলে আপনাদেরও সোচ্চারে বলতে হবে এক বিহারী শ বিমারি। বিমারি চাই না, বাংলাকে বিমার মুক্ত কর।" যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজতক বাংলা।
পরে মনোরঞ্জন ব্যাপারীকে তাঁর এই বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিধায়ক বলেন, তিনি তাঁদের উদ্দেশ্যে বলেছেন, যাঁরা বাংলার সংস্কৃতি, সাহিত্য নিয়ে বাজে কথা বলেন। তিনি কোনও সম্প্রদায়কে উদ্দেশ্য করে খারাপ কথা বলেননি। বাংলায় থেকে যাঁরা এখানকার সংস্কৃতি সাহিত্য ও মেয়েদের খারাপ কথা বলেন, তাঁদের উদ্দেশ্যেই তিনি ওই কথাগুলো বলেছেন বলে দাবি করেন মনোরঞ্জন ব্যাপারী।
অন্যদিকে মনোরঞ্জন ব্যাপারীর ওই বক্তব্য নিয়ে রীতিমতো সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে তৃণমূল বিধায়কের এই বক্তব্য নিয়ে শত্রুঘ্ন সিনহার অনুভূতিও জানতে চেয়েছেন তিনি।
আরও পড়ুন - 'বুদ্ধবাবু প্রশ্নের উত্তর দিতেন, ইনি দেন না,' বিধানসভায় তোপ শুভেন্দুর