নতুন জার্নি শুরু করতে চলেছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে টুইটারে লিখেছেন তিনি। তবে কী সেই জার্নি তা এখনও খোলসা করেননি প্রাক্তন ভারত অধিনায়ক। তার জেরে জল্পনা বেড়েছে। তাহলে কি রাজনীতিতো যোগ দিতে চলেছেন মহারাজ? সেই প্রশ্নও করছেন কেউ কেউ।
কেন এই প্রশ্ন উঠছে ? তার নেপথ্যে রয়েছে সৌরভের টুইটই। কারণ, তিনি টুইটবার্তায় লিখেখছেন, 'আমি নতুন কিছু শুরু করতে চাই, মানুষের উপকার হবে এমন কিছু শুরু করতে চাই।'
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022
ঠিক কী টুইটবার্তা সৌরভের?
সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, '১৯৯২ থেকে ক্রিকেটের জার্নি শুরু করেছিলাম। ২০২২ সালে তা ৩০ বছর হয়ে গেল। সবথেকে গুরুত্বপূর্ণ হল এতদিন ধরে আপনারা আমাকে সমর্থন করে এসেছেন। আমি মনে করি, যাঁরা আমার পাশে এতদিন ছিলেন, সমর্থন করেছেন, তাঁরাই আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছেন। কিন্তু আজ আমি নতুন কিছু ভাবছি। এমন কিছু যাতে আমি মানুষের কাজে আশতে পারি। অনেক মানুষকে সাহায্য করতে পারি। আমি বিশ্বাস করি, এতদিন যেভাবে আপনারা আমাকে সাহায্য করেছেন আগামীতেও একইভাবে সহযোগিতা করবেন।'
আরও পড়ুন : নদীর নিচে মিলল ৩৪০০ বছরের পুরোনো শহর, রইল PHOTOS
সৌরভের এই টুইটের পরই সোশাল মিডিয়ায় BCCI-এর প্রেসিডেন্ট পজ থেকে তাঁর পদত্যাগের আলোচনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে কোথাও কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই।
সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি সৌরভের সঙ্গে দেখাও করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সৌরভের বাড়িতে ডিনারও করেছিলেন। সেই সময় শুভেন্দু অধিকারী এবং আরও অনেক বিজেপি নেতাও নৈশভোজে যোগ দেন।
আরও পড়ুন : অনুষ্ঠান মঞ্চেই অস্বস্তিতে ছিলেন KK, এই লক্ষণগুলি আপনিও উপেক্ষা করছেন না তো ?
তারপর থেকে জল্পনা শুরু হয় তাহলে কি রাজনীতিতে যোগ দেবেন সৌরভ? এই প্রশ্নের উত্তর সৌরভ না দিলেও তাঁর স্ত্রী জানিয়েছেিলেন, উত্তরে ডোনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'আমি জানি না রাজনীতিতে আসবেন কিনা। তবে যদি আসেন তাহলে মানুষের জন্য ভালো কাজ করবেন। এমনিতেও করেন। তবে অমিত শাহদের সঙ্গে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।'