ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও প্রার্থী ঘোষণা করেনি BJP। এই পরিস্থিতিতে ফের টুইটে কটাক্ষ BJP-র প্রবীণ নেতা তথাগত রায়ের। টুইটবার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন তিনি।
মঙ্গলবার একটি টুইট করেন তথাগতবাবু। সেখানে তিনি জানান, সুবোধকে প্রার্থী করা উচিত BJP-র। কিন্তু, কে এই সুবোধ? তার উত্তরও নিজেই দিয়েছেন ত্রিপুরা ও মেঘালয়ে প্রাক্তন রাজ্যপাল। লিখেছেন, এই সুবোধ BJP-র কার্যালয়ে ফুটফরমাশ খাটে। চপ-সিঙারা এনে দেয়। এতদূর পর্যন্ত BJP-কে আক্রমণ শানিয়েছেন তথাগতবাবু। তারপরই তিনি ওই একই টুইটবাণে বিদ্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। লিখেছেন, 'চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ!'
আরও পড়ুন : পুজোর অনুদান ঘোষণায় নির্বাচনী বিধি ভেঙেছেন মমতা, নালিশ BJP-র
এই সুবোধের কথা বলে নিজের দলকে তথাগতবাবু অস্বস্তিতে ফেলেছেন বলেও মনে করছেন কেউ কেউ। তাঁদের মতে, BJP-র যেই দাঁড়ান না কেন, তিনি জিততে পারবেন না মমতার বিরুদ্ধে। সুবোধের নাম ব্যবহার করে সেই ইঙ্গিতই দিয়েছেন তথাগতবাবু।
প্রসঙ্গত, ভবানীপুরে প্রার্থী নিয়ে ফোনে আলোচনা করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। শোনা যাচ্ছে, দীনেশ ত্রিবেদী, তথাগত রায় রুদ্রনীল ঘোষ এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছে প্রার্থীদের মধ্যে।
তবে শুধু ওই টুইটটিই নয়। আরও একটি টুইটে সরাসরি দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন তিনি। প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি। সেই ইস্যুতে নাম করেই দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন BJP-র এই বর্ষীয়াণ নেতা।