scorecardresearch
 

Tripura : ত্রিপুরায় স্বাধীনতা নেই, অলিখিতি জরুরি অবস্থা চলছে! BJP-কে তোপ কুণালের

ত্রিপুরা (Tripura)-য় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদেরও হামলা হয়েছে বলে অভিযোগ। হামলার ঘটনার নিন্দা করেন কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)।

Advertisement
তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ
হাইলাইটস
  • ত্রিপুরায় স্বাধীনতা নেই
  • অলিখিতি জরুরি অবস্থা চলছে
  • রবিবার এভাবেই বিজেপিকে বিঁধলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ

ত্রিপুরা (Tripura)-য় স্বাধীনতা নেই। অলিখিতি জরুরি অবস্থা চলছে। রবিবার এভাবেই বিজেপিকে বিঁধলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)। এদিন ত্রিপুরা (Tripura)-য় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদেরও হামলা হয়েছে বলে অভিযোগ। হামলার ঘটনার নিন্দা করেন কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)। বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের তুমুল সমালোচনা করেন।

তোপ কুণালের
এদিন তিনি (TMC Leader Kunal Ghosh) ত্রিপুরা (Tripura)-র বিজেপি সরকারকে আক্রমণ করেন। তাঁর কটাক্ষ, ত্রিপুরা না দেখলে, ডবল ইঞ্জিন না দেখলো বোঝা যেত না। তাঁর অভিযোগ, তিন বার হামলা হয়েছে। দফায় দফায় হামলা হয়েছে। সাংসদ দোলা সেন, সাংসদ অপরূপা আক্রান্ত।

দাবি করেন, দোলা সেনের সহায়ক গুরুতর জখম। অপরূপার ফোন, ব্যাগ কেড়ে ফেলে দেওয়া হয়েছে। এক বৃদ্ধা তা তুলে নিয়ে ফেরত দিয়েছেন বলে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে।

মানুষ পাশে
তিনি (TMC Leader Kunal Ghosh) বলেন, দুই মহিলা সাংসদের ওপর যে ভাবে আক্রমণ। তীব্র প্রতিবাদ করছি। পরিস্থিতি যথেষ্ট। তিনি দাবি করেন, মানুষ যখন পাশে এসে দাঁড়াচ্ছেন, তৃণমূল কর্মাদের ওপর পাশে এসে দাঁড়াচ্ছে। ত্রিপুরা (Tripura) প্রদেশ আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। যখন তাঁদের ওপর হামলা হয়েছে।

তাঁর আরও দাবি, গত কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছে। বিস্তারিত খবর নেওয়ার চেষ্টা করছি। ত্রিপুরা (Tripura)-র তৃণমূল কর্মীরা যাঁদের পাশে মানুষ এসে দাঁড়াচ্ছেন। দুই মহিলা সাংসদের ওপর হামলা হয়েছে। মহিলা শব্দের ওপর জোর দিলাম।

এর আগে আইপ্যাক
অভিযোগ উঠেছিল আইপ্যাকের সমীক্ষকরা সেখানে আক্রান্ত হয়েছিলেন। এ ব্যাপারে কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) বলেন, এর আগে আইপ্যাকের সমীক্ষকরা গিয়েছিলেন।আরে সমীক্ষা করতে গিয়েছিলেন। বাধা দেওয়া হয়েছি। কেমন আছে ত্রিপুরা (Tripura), সেই কঙ্কাল বেরিয়ে যাবে। তাই আটক করে রাখা হয়েছিল।

Advertisement

অভিষেকের ওপর হামলা
তিনি (TMC Leader Kunal Ghosh) বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় মন্দিরে যাচ্ছিলেন। ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের পায়ে পুজো দিতে হামলা। ছবি দেখা যাচ্ছে হামলার। তৃণমূলের একঝাঁক নেতা গিয়েছিলেন। প্রাণঘাতী হামলা। পুলিশ জড়িত। 

থানায় নিয়ে গ্রেফতার
কুণালের দাবি, দিন কয়েক আগে তৃণমূলের প্রতিনিধিদল ত্রিপুরায় গিয়েছিল। তখন পুলিশ তাদের বিজেপির গুন্ডার হাতে তুলে দিয়েছে। নিরাপত্তার কারণে আপাতত থানায় চলুন। ছেলেগুলোকে মারা হয়েছে। মহিলা জখম হয়েছে। তখন পুলিশ বলছে থানায় চলুন। থানায় নিয়ে গিয়ে অ্য়ারেস্ট করা হয়েছে।

 

Advertisement