TMC Working Committee Meeting: 'ওল্ড ইজ গোল্ড', তৃণমূলে নবীন-প্রবীণ মিশেলের বার্তা মমতার

Mamata Banerjee: অতিসম্প্রতি 'এক ব্যক্তি এক পদ' নীতি চালুর দাবিতে নেট মাধ্যমে প্রচার শুরু করেন তৃণমূলের নবীন প্রজন্মের নেতারা। সেই প্রচারে রাশ টানে দলের শীর্ষ নেতৃত্ব।

Advertisement
'ওল্ড ইজ গোল্ড', নবীন-প্রবীণ মিশেলের বার্তা মমতারমমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি।
হাইলাইটস
  • নবীন-প্রবীণ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা।
  • 'নবীন প্রজন্মের সঙ্গে প্রবীণদেরও দরকার।'
  • বৈঠকে বার্তা দিলেন মমতা।

তৃণমূলে নতুন ও পুরনো বিতর্কে অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলনেত্রী বুঝিয়ে দিলেন, নবীন-প্রবীণ মিশেলেই চলবে তৃণমূল কংগ্রেস। চুম্বকে এটাই কালীঘাটে তৃণমূলের বৈঠকের সারকথা।   

তৃণমূলের এক সিনিয়র নেতার সূত্রে খবর, শুক্রবার জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'আমাদের নতুন প্রজন্মের দরকার। কিন্তু ওল্ড ইজ গোল্ড।' তৃণমূল কংগ্রেসের উত্থানে অভিজ্ঞ ও পুরনো নেতাদের অবদানের কথাও মনে করিয়ে দিয়েছেন দলনেত্রী।            

'এক ব্যক্তি এক পদ' নিয়ে ইদানীং বিতর্ক সৃষ্টি হয়েছিল তৃণমূলের অন্দরে। একুশের বিধানসভা ভোটের পর এই নীতি নিয়েছিল ঘাসফুল শিবির। তবে কলকাতা পুরভোটে তার ব্যত্যয় হয়। বিধায়ক, রাজ্যের মন্ত্রী হয়েও টিকিট পান ফিরহাদ হাকিম। বিপুল জয়ের পর তাঁকে মেয়র করেন মমতা। সূত্রের খবর, 'এক ব্য়ক্তি এক পদ' নীতিতে শুরুতে কাটা গিয়েছিল ববির নাম। তবে হস্তক্ষেপ করেন নেত্রী। শিলিগুড়ি পুরসভা দখলেও অভিজ্ঞ গৌতম দেবের উপরেই ভরসা করেছেন মমতা। নেত্রীর ভরসার দাম দিয়েছেন উত্তরবঙ্গের নেতা। ভোটের ফল গণনায় তৃণমূলের জয় স্পষ্ট হতেই মমতা জানিয়ে দেন, শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব। পুরনো নেতার কাঁধেই গুরুদায়িত্ব দিয়েছেন।   

অতিসম্প্রতি 'এক ব্যক্তি এক পদ' নীতি চালুর দাবিতে নেট মাধ্যমে প্রচার শুরু করেন তৃণমূলের নবীন প্রজন্মের নেতারা। সংবাদ মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করেন তাঁরা। ওই ভিডিও তাঁকে 'এক ব্যক্তি এক নীতি'র পক্ষে সওয়াল করতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারে রাশ টানে তৃণমূল নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম জানিয়ে দেন,'এই ধরনের প্রচার অনুমোদন করছেন না তৃণমূল নেত্রী। যাঁরা প্রচার করছেন তাঁরা মুছে ফেলুন। এক ব্যক্তি এক পদ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতাই।' এ দিন বৈঠকে মমতার স্পষ্ট বার্তা, দলে কোনও ধরনের সমান্তরাল নেতৃত্ব বরদাস্ত করবেন না।    

Advertisement

আরও পড়ুন- পুরী-তিরুপতি ঘুরতে IRCTC-র দক্ষিণ ভারত তীর্থযাত্রী স্পেশাল

তৃণমূল জাতীয় কর্মসমিতিতে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সব পদ অবলুপ্ত করা হয়েছিল। এ দিন সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন তিন নেতা। তাঁরা হলেন- যশবন্ত সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য ও সুব্রত বক্সী।       

আরও পড়ুন- শনি-রবিতে হাওড়া-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ লাইনে বাতিল বহু ট্রেন

POST A COMMENT
Advertisement