scorecardresearch
 

UPSC-র প্রশ্নপত্রে 'বঙ্গে ভোট হিংসা,' 'গরুর দুধে সোনা' প্রশ্ন কই? কটাক্ষ TMC-র

কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় এল রাজনীতির প্রশ্ন। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। কেন্দ্র সরকারের UPSC-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় বাংলার ভোট সন্ত্রাস ও দিল্লিতে কৃষকদের আন্দোলন নিয়ে প্রশ্ন এসেছিল। আর এই পরীক্ষাটি হয় গত রবিবার।

Advertisement
পরীক্ষা নিয়ে বিতর্ক পরীক্ষা নিয়ে বিতর্ক
হাইলাইটস
  • কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় এল রাজনীতির প্রশ্ন
  • যা নিয়ে তুঙ্গে বিতর্ক
  • কেন্দ্র সরকারের UPSC-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় বাংলার ভোট সন্ত্রাস ও দিল্লিতে কৃষকদের আন্দোলন নিয়ে প্রশ্ন এসেছিল

কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় এল রাজনীতির প্রশ্ন। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। কেন্দ্র সরকারের UPSC-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় বাংলার ভোট সন্ত্রাস ও দিল্লিতে কৃষকদের আন্দোলন নিয়ে প্রশ্ন এসেছিল। আর এই পরীক্ষাটি হয় গত রবিবার।  

কী ছিল পরীক্ষার প্রশ্ন? 

ওই পরীক্ষায় বাংলার ভোট-সন্ত্রাস নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়। আবার 'কৃষক আন্দোলন কি উদ্দেশ্য প্রণোদিত- পক্ষে-বিপক্ষে যুক্তি দাও'- এই প্রবন্ধও লিখতে দেওয়া হয়। 

আরও পড়ুন : দেশজুড়ে NRC চালু নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রক

বিতর্ক

ইউপিএসসি-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এল কেন? তা নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। তাদের বক্তব্য,  কৃষক আন্দোলন ও  পশ্চিমবঙ্গকে অপমান করতে এই প্রশ্ন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। 

তৃণমূলের বক্তব্য

এই নিয়ে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যর বক্তব্য, 'দিল্লিতে কেন্দ্র সরকার বিরোধী কৃষক আন্দোলন হচ্ছে। তাকে ছোটো করার অধিকার কেন্দ্র সরকারের নেই। তারা রাজনৈতিক কারণে এমন প্রশ্ন রেখেছে। UPSC-তে দেশের ভালো ভালো ছেলে-মেয়েরা পরীক্ষা দিতে বসে। কেন্দ্রের উদ্দেশ্য তাঁদের প্রথম থেকেই হাতে রাখা। সেই জন্যই এই ধরনের প্রশ্ন রাখা হয়েছে। আমরা দলের তরফে এর তীব্র বিরোধিতা করছি।' 

আরও পড়ুন : Exclusive : রাজনীতি ছেড়েও কীভাবে সাংসদের ভূমিকা পালন? বাবুলের জবাব
 

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে যে প্রশ্ন এসেছে তাতেও রাজনীতির গন্ধ পাচ্ছেন দেবাংশু। এই যুবনেতার কথায়, 'মোদী সরকার প্রথম থেকেই বাংলাকে হেয় করার চেষ্টা করছে। পরীক্ষার প্রশ্নেও তার প্রতিফলন দেখা গেল।' তাঁর কটাক্ষ, 'BJP-র রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধে সোনা আছে। সেই প্রশ্ন কেন রাখা হল না প্রশ্নপত্রে। এছাড়াও একাধিক গেরুয়া নেতা বিভিন্ন সময় এমন মন্তব্য করেছেন যা হাস্যকর। যেমন এক বিজেপি নেতা বলেছিলেন, পাপড় খেলে করোনা হবে না। কেফ আমার গো-মুত্র সেবনের পরামর্শ দিয়েছিলেন। তাঁদের সেই প্রশ্নগুলোও তো পরীক্ষায় রাখা উচিত ছিল।'  

Advertisement

Advertisement