West Bengal Municipal Election 2022: 'এটা ভোট নয় যুদ্ধ', রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

West Bengal Governor Jagdeeep Dhankhar on Civic Poll 2022: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Advertisement
'এটা ভোট নয় যুদ্ধ', রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের রাজ্যপাল জগদীপ ধনখড়- ফাইল ছবি।
হাইলাইটস
  • 'এটা ভোট নয় যুদ্ধ হয়েছে।'
  • পুরভোটে হিংসা নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপালের।
  • রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব।

'রাজ্যে ভোট হয়েছে না যুদ্ধ!' ১০৮ পুরসভায় নির্বাচন শেষ হওয়ার পর এমন প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হিংসার অভিযোগের বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠালেন। সোমবার সকাল ১০টায় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে হাজির হতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। ধনখড় বলেন, '২০১৮ সাল, ২০২১-র পর ২০২১ আবারও রাজ্যের গণতান্ত্রিক মূল্যবোধকে পদদলিত করা হল। প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। এটা ভোট নয় বরং যুদ্ধ হয়েছে।' 

রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ পক্ষপাতিত্ব করেছে বলেও নিজের উষ্মাপ্রকাশ করেছেন রাজ্যপাল। তাঁর কথায়,'প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। এটা ভোট নয় যুদ্ধ হয়েছে। যাঁদের সংবিধানরক্ষার দায়িত্ব ছিল তাঁরা পক্ষপাতমূলক আচরণ করেছেন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস কাল সকাল ১০টার আগে এসে পরিস্থিতির বিবরণ দিন। যে অবস্থা দেখলাম তা ভয়ঙ্কর। গণতন্ত্রকে পদদলিত করা হল।' 

মানবাধিকার কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে রাজ্যপাল যোগ করেন,'এখানে আইনের শাসন নেই। শাসকের শাসন চলছে। বিধানসভা ও লোকসভা নির্বাচনের মতো গুরুত্ব এই নির্বাচনের। ৫ রাজ্যে নির্বাচন হচ্ছে। অন্য কোথাও এমন ছবি দেখেছেন? পশ্চিম বাংলায় যেটা দেখছেন তা তাণ্ডব নৃত্য। আইন ও সংবিধানের মর্যাদা রক্ষার দায়িত্ব থাকা ব্যক্তিরা কোনও পদক্ষেপ করেননি।' সমালোচনা হলেও তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করছেন বলে মনে করিয়ে দিয়েছেন রাজ্যপাল।

রাজ্যের পুরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি বলেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ মতো আমরা প্রথম থেকেই সতর্ক ছিলাম। ছোটখাটো দু-একটা ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছি। সারা দিনে মোট ৭৯৭ জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫১ জনকে আটক করা হয়েছে। কোথাও বড় ঘটনার অভিযোগ নেই।'

আরও পড়ুন- পুরভোটে সন্ত্রাসের অভিযোগে সোমবার বাংলা বনধের ডাক BJP-র

Advertisement

POST A COMMENT
Advertisement