
অকাল বর্ষা বলা যেতে পারে। সিজন না হলেও বর্ষণ হবে আগামী ৫ দিন। তাও আবার ১০ রাজ্যে। দেশের মৌসম ভবন। তাদের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টি চলবে, কোথাও ভারী আবার কোথাও মাঝারি। এই বৃষ্টি নিয়ে সতর্কতাও জারি হয়েছে।
মৌসম বিভাগ জানিয়েছে, আবহাওয়া দফতরের মতে, ৫,৮ ও ৯ সেপ্টেম্বর উপকূলীয় অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে চলেছে। ৫ থেকে ৮ সেপ্টেম্বর তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে৷
আরও পড়ুন : পড়ুয়াদের ৫০ হাজার টাকা দেবে মোদী সরকার, কারা-কীভাবে পাবেন ?
আবার তেলেঙ্গানা, উপকূলীয় এবং দক্ষিণ কর্ণাটক ও কেরলে আগামী ৫ দিন ভারী বৃষ্টিপাত হবে। একই সঙ্গে জানানো হয়েছে, ৬ থেকে ৯ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে চলেছে। কর্ণাটকে ৫,৬,৮, ৯ সেপ্টেম্বর এবং লাক্ষাদ্বীপে ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ৫ সেপ্টেম্বর পশ্চিম মধ্যপ্রদেশ অঞ্চলে ভারী বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হবে। ৫ ও ৯ সেপ্টেম্বর পূর্ব মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি হতে চলেছে।
আরও পড়ুন : হুড়মুড়িয়ে কমবে ওজন, নিয়ন্ত্রণে রাখবে কোলেস্টেরল; মাত্র ১০ মিনিট করুন এই ৫ যোগাসন
মৌসম ভবনের তরফে আরও জানানো হয়েছে, ওড়িশায় ৬ থেকে ৯ সেপ্টেম্বর, মহারাষ্ট্রে ৫, ৮ ও ৯ সেপ্টেম্বর, কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাতে ৮ ও ৯ সেপ্টেম্বর বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৯ সেপ্টেম্বর এবং ছত্তিশগড়ে আগামী পাঁচ দিন খুব ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওযা দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় উপরের যে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কোচবিহার ইত্যাদিতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পরবর্তী ৪ দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আরও পড়ুন : DA পাননি রাজ্যের সরকারি কর্মীরা, এবার বড় সিদ্ধান্ত হাইকোর্টের
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু'এক জায়গায় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতাও থাকছে।