
আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক জেলায় ঝড় ও বৃষ্টি হতে পারে। সেজন্য সতর্কতাও জারি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টি হবে। বৃষ্টি হাল্কা ও মাঝারি হলেও বজ্রবিদ্যুৎ দেখা যাবে। সেজন্য সবাইকে নিরাপদ জায়গায় থাকার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা ১২ টা থেকে পরবর্তী ১ বা ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিছিন্নভাবে এই বৃষ্টি হবে।
আরও পড়ুন : বাড়ছে ভুঁড়ি-জমেছে মেদ? ঘরোয়া উপায়ে লিভার রাখুন পরিষ্কার
প্রসঙ্গত, বাংলার খাঁড়ির ওপর তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ফুঁসছে৷ হাওয়া অফিস আগেই জানিয়ে ছিল তার জেরে পর পর ৩ দিন কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে।
এমনিতেই গতকাল থেকে দিঘার সমুদ্র ফুঁসছে। সেখানে সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। হাওয়া অফিসের সতর্কবার্তা, বৃহস্পতিবার পর্যন্ত উত্তাল থাকতে পারে সমুদ্র।
সব থেকে খারাপ অবস্থা হতে পারে ওড়িশাতে। সেখানে নিম্নচাপের বেশি প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকী কোথাও কোথাও বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। ফলে সেখানে উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে সব মৎস্যজীবীরা সমুদ্রে গিয়েছিলেন তাঁদের ফিরিয়ে আনা হয়েছে। তবে আশার কথা হল এই বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি কিছুটা হলেও কমবে। তবে ফসলের ক্ষতিও হতে পারে। নিচু জমি জলমগ্ন হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।