ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। শুক্রবার ভোররাতে সল্টলেক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়া একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় একজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক ও আরোহীরা মদ্যপ অবস্থায় ছিলেন। সূত্রের খবর, সল্টলেক থেকে পার্টি সেরে ফেরার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উড়ালপুলের এক লেন থেকে অপর লেনে চলে যায় গাড়িটি। উড়ালপুলের একটি লাইট পোস্টও ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির মধ্যে থাকা পাঁচজনই আহত হয়, তার মধ্যে একজনের আঘাত গুরুতর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সাময়িক যানজট হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে উড়ালপুলে যান চলাচল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Car Accident at Maa Flyover