Advertisement

Dilip Ghosh on Kalighater Kaku: কান টানাটানি শেষ, এবার হয়তো মাথা আসবে: দিলীপ ঘোষ

শিক্ষক নিয়োগ মামলায় সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেফতার হয় কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র। এব্যাপারে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ বলেন, কাকু হল। জেঠু হল। এবার হয়তো পিসির সময় আসছে। ভাইপোও আছে। ক্লু খোঁজা হচ্ছিল। আমরা জানি কান টানলে মাথা আসে। কান টানাটানি শেষ। এবার হয়তো মাথা আসবে। তিনি আরও বলেন, কাকুর সেই কোম্পানির নাম অনেক আগেই এসেছে। নামেই কোম্পানি। টাকার লেনদেন হত। সেখানে যারা কর্মী, তারাই হ্যান্ডলার। সেই প্রমাণ গুলো একে একে সামনে আসছে। অনেক দিন ধরে খেলিয়ে এবার মাছ তুলছে সিবিআই।

Advertisement
POST A COMMENT