Advertisement

John Barla-র TMC যোগদান নিয়ে নিজের BJP-কেই কাঠগড়ায় তুললেন Dilip Ghosh ?

'অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন। এত বড় নেতা দল ছেড়ে কেন যাচ্ছেন, সেটা পার্টিকেও ভাবতে হবে। ওঁর শ্রমিক ইউনিয়ন আছে। সম্মান দিয়েছিলাম। লাভও পেয়েছি। এটা চিন্তার বিষয়। দলকে ভাবতে হবে'। আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লার তৃণমূলে যোগদান নিয়ে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।

Advertisement
POST A COMMENT