Advertisement

Dilip Ghosh: “TMC দিবাস্বপ্ন দেখছে, শিকড় গভীরে”, BJP-তে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের

বিজেপির অন্তর্দ্বন্দ্বের দাবি তুলে কটাক্ষ করেছে তৃণমূল। এদিন এরই পাল্টা দিতে আসরে নামলেন দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি জানান, "এইসব দিবাস্বপ্ন তৃণমূল অনেক দিন ধরে দেখছে। ওদের পার্টিটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। সেইটা দেখছে না। কে বুড়ো কে ছোড়া, সেই নিয়ে লড়াই চলছে। বিজেপিকে দেখতে হবে না, বিজেপি অনেক বড় পার্টি, কল্পনাও করতে পারবেনা কত গভীরে শিকড় আছে। বিজেপিতে তো তিনজন নেতা আছে। ওদের যিনি নেতা তিনি ভিতরে ঢুকে গেছেন। নতুনদের কেউ স্বীকার করছে না। এই ঝামেলা থেকে বেরিয়ে আসুন, তারপর বিজেপিকে নিয়ে ভাববেন।" পাশাপাশি বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের জাতীয় সংগীত অবমাননার অভিযোগে দ্বিতীয় এফআইআর এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়ে বিজেপি সাংসদ জানান, “এসব ফালতু ঝামেলা, ফালতু বিতর্কে আমাদের পার্টির লোকেরা জড়াবে না। কিন্তু শোভনদেববাবুর মতো লোককে এর মধ্যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। উনি কেন এর মধ্যে পড়তে যাচ্ছেন ? ওনার মতো ভদ্রলোক এর মধ্যে পড়ে নিজের বদনাম করছেন।”

Advertisement
POST A COMMENT