scorecardresearch
 
Advertisement

Gouriberia Sarbojanin Durgotsab: ভিন্ন ধর্মের ৯ কন্যাকে কুমারী পুজো, দুর্গোৎসবের সূচনা গৌরিবেড়িয়া সর্বজনীনের

Gouriberia Sarbojanin Durgotsab: ভিন্ন ধর্মের ৯ কন্যাকে কুমারী পুজো, দুর্গোৎসবের সূচনা গৌরিবেড়িয়া সর্বজনীনের

ধর্ম যার যার, উৎসব সবার। আজ এমনই ছবি ধরা পড়ল উত্তর কলকাতার অন্যতম প্রাচীন বারোয়ারি দুর্গাপুজো গৌরিবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসবের পুজোর সূচনায়। বুধবার প্রকাশিত হল তাঁদের এবারের থিম 'পোড়া মাটির টানে'। ভিন্ন ভিন্ন ধর্মের ৯ কন্যাকে নব দুর্গারূপে পুজো করার মাধ্যমে থিম প্রকাশ করেন তাঁরা। যাদের মধ্যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বা খ্রিস্টান। এই অনুষ্ঠানে পুজো কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনে সদ্য জয়ী সুপ্তী পান্ডে ও তাঁর কন্যা শ্রেয়া পান্ডে। এই পুজোর এবারের থিম 'পোড়া মাটির টানে'।

Advertisement