Advertisement

INTUC Seva Dal Rally at Kolkata: কলকাতায় পদযাত্রা INTUC-র সেবাদলের, মোদীর কুশপুতুল দাহ

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর চিন্তাভাবনা ও আদর্শকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চায় কংগ্রেস ।শনিবার কলকাতায় পদযাত্রা করল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC সেবাদল। এ দিনের মিছিল থেকে মণিপুরকাণ্ড ও CAG রিপোর্ট নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করা হয়। দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল।

Advertisement
POST A COMMENT