scorecardresearch
 
Advertisement

Justice Abhijit Ganguly: 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' হাইকোর্টে হট্টগোল নিয়ে বিস্ফোরক বিচারক গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Ganguly: 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' হাইকোর্টে হট্টগোল নিয়ে বিস্ফোরক বিচারক গঙ্গোপাধ্যায়

'আমায় মাথায় সবসময় থাকে সামাজিক ন্যায়ের কথা। খুব দ্রুত বিচার মানুষ না পেলে তাঁরা চলে যাবে পার্টি অফিস বা লোকাল কমিটি অফিসে।' মঙ্গলবার একথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার, এজলাসে বিক্ষোভ নিয়ে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে, বিচারকদের সন্ত্রস্ত করে নিজেদের পথে আনার চেষ্টা চলছে। আমি হাইকোর্টে ২৩ বছর আইনজীবী হিসেবে ছিলাম, ৫ বছর ধরে বিচারপতি, এরকম হাইকোর্টে আগে দেখিনি, এত সাহস কোন দুর্বৃত্তদের, তা খুঁজে বের করতে হবে। বিচারব্যবস্থাকে এভাবে সন্ত্রস্ত করা যাবে না।

justice abhijit ganguly criticizes the incident of lawyers for protesting in high court.

Advertisement