scorecardresearch
 
Advertisement

স্বাদহীন দুর্গাপুজো ভুলতে, আলোর উৎসবে মাতলো কুমোরটুলি-দেখুন ভিডিও

স্বাদহীন দুর্গাপুজো ভুলতে, আলোর উৎসবে মাতলো কুমোরটুলি-দেখুন ভিডিও

শনিবারই শ্যামা পুজো। তবে দুদিন আগে থেকেই অন্য চিত্র ধরা দিচ্ছে কুমোরটুলিতে। চলছে ঠাকুর কেনাবেচা ও প্রস্তুতি পর্ব। কালীপুজোর দু'দিন আগেই উৎসবের আমেজ কুমোরটুলিতে। কার্তিক মাসের কৃষ্ণা অমাবস্যা তিথিতে হয় কালীপুজো। আর সেই পুজোই বাঙালির আলোর উৎসব। করোনা অতিমারির জন্য স্বাদহীন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আনন্দে কাটেনি সবার। ছিল করোনা আতঙ্ক। এখনও যা আছে। তবে কালীপুজোয় চিত্রটা একটু অন্যরকমের শহর কলকাতার কুমোরটুলিতে। ধরা দিল আজতক বাংলার ক্যামেরায়। একই সঙ্গে খুটি-নাটি জানালেন শিল্পী নীলম পাল। একই সঙ্গে কালী আরাধনায় কোনও ত্রুটি রাখতে চাননা। জানালেন মধ্যকলকাতা কালী পুজোর এক কর্মকর্তা বিশ্বরূপ দত্ত। দেখুন ভিডিও।

Advertisement