কোজাগরি লক্ষ্মীপুজোতে বাজারদর আকাশচুম্বী। যার ফলে বাজারমুখি সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে আজ লক্ষ্মীপুজো। তিনি এই দাম বাড়া নিয়ে জানান, উৎপাদনে কোনও অভাব নেই। তাই জিনিসপত্রে দাম বাড়ারও কোনও কারণ নেই। ব্যবসায়ীরা যে যেরকম পাচ্ছে দাম নিচ্ছে। উৎসব বলে সরকার এখন কোনও কঠোর মনোভাব দেখাচ্ছে না। তাই যে যা খুশি দাম নিচ্ছে।
The government is not being strict about the festival, and the reaction of the agriculture minister on the price hike.