আজ বাঙালির পয়লা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। নববর্ষের সকাল থেকে কালীঘাট মন্দিরে দেখা গেল ভক্তদের ভিড়। তপ্ত গরমে রাজ্যবাসীর নাজেহাল অবস্থা। এসব উপেক্ষা করে চলছে হালখাতার পুজো। লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভক্তরা। মন্দির চত্বরে লক্ষ্মী-গণেশ ও হালখাতার পুজো দিতে এসেছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম দিন মঙ্গল কামনা করে পুজো দিতে এসেছেন ভক্তেরা।
Devotees Gathering at Kalighat Temple On Poila Baisakh 2023