Advertisement

Sukanta Majumdar: প্রাক্তন-বর্তমান শিক্ষামন্ত্রী....সব তিহার জেলে মিটিং করবে: সুকান্ত মজুমদার

সোমবার সকালের বিমানে দিল্লি গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সমস্ত নিয়োগে দুর্নীতি হয়েছে। এখন যিনি শিক্ষামন্ত্রী তিনি মাঝে কিছুদিন শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি বলেন, তার নিজের লোক বলেছে, ব্রাত্য বাবু এই গলিতে এতো চাকরি দিয়েছেন, ওই গলিতে এতো চাকরি দিয়েছেন। সব খুলতে দিন। বর্তমান প্রাক্তন কোনো শিক্ষামন্ত্রী বাদ থাকবে না। সব তিহার জেলে মিটিং করবে।

Advertisement
POST A COMMENT