Advertisement

Dev Flat Controversy: 'শান্তিভঙ্গ করেন,' দেবের বিরুদ্ধে প্রতিবেশীর অভিযোগে কী বললেন মেয়র?

অভিনেতা-সংসদ দেবের বিরুদ্ধে বসবাসের জায়গায় ব্যবসায়িক ভিত্তিতে মিউজিক স্টুডিও চালানোর অভিযোগ এক প্রতিবেশী প্রবীণ দম্পতির। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অভিযোগকারীদের কলকাতা পুরসভায় যাওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এদিন এ বিষয়েই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমার কাছে হাইকোর্ট থেকে আসা এবিষয় কোনও তথ্য আসেনি। ঘটনাটি প্রথম শুনছি। আমার নোটিশে বিষয়টা নেই, এজন্যে এই নিয়ে কিছু বলতে পারব না। কিছু ক্ষেত্রে রেসিডেনসিয়াল জায়গা কমার্শিয়াল হিসাবে ব্যবহার করা যায়। তবে সম্পূর্ণ বিল্ডিংয়ে ৪০ শতাংশর বেশি কমার্শিয়াল করা যায় না।"

Kolkata Mayor Firhad Hakim's On Dev

Advertisement
POST A COMMENT