কাল থেকে আগামী শনিবার পর্যন্ত ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা তুষারপাতেরও সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উপকূলের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন হবে না। তবে তারপর তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং মার্চের শুরুতেই দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪° সেলসিয়াস বাড়তে পারে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য।