scorecardresearch
 
Advertisement
খাওয়াদাওয়া

Hilsa Kolkata West Bengal Market: ইলিশপ্রেমীদের সুখবর, রাতেই বাজারে ঢুকল টন টন ইলিশ

ইলিশ ঢুকছে রাজ্যে
  • 1/10

ইলিশ ইলিশ করে হেদিয়ে মরছিল রাজ্যের জনতা। বর্ষা ঢুকে গিয়েছে বেশ কিছুদিন হল। তুমুল বর্ষণও শুরু হয়ে গিয়েছে। অথচ প্রাণের ইলিশ মন ভরাতে পারছিল না।

ইলিশ ঢুকছে রাজ্যে
  • 2/10

অবশেষে সেই আক্ষেপ বোধহয় আজই মিটতে চলেছে। রাজ্যে বৃহস্পতিবার রাতেই রাজ্যের পাইকারি বাজারগুলিতে ইলিশ ঢুকে যাচ্ছে। এমন সুখরব মিলেছে মৎস্য ব্যবসায়ীদের তরফে।

ইলিশ ঢুকছে রাজ্যে
  • 3/10

এ রাজ্যের কাকদ্বীপে বৃহস্পতিবারই ঢুকেছে ৫০০ টনের বেশি ইলিশ ভর্তি ট্রলার। ফলে সম্ভবত দামও কমতে পারে বেশ খানিকটা। ফলে প্রস্তুতি শুরু করতেই পারেন।

Advertisement
ইলিশ ঢুকছে রাজ্যে
  • 4/10

রাজ্যের পাইকারি বাজারগুলিতে ঢুকে গেলেই খুচরো বাজারেও ঢুকে যাবে। শুক্রবারই কলকাতা-হাওড়া-হুগলি-দুই চব্বিশ পরগণা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বাজারগুলিতে ইলিশ মিলতে পারে। উত্তরবঙ্গে শনিবার থেকে এই ইলিশ মেলার সম্ভাবনা।

ইলিশ ঢুকছে রাজ্যে
  • 5/10

বৃষ্টি শুরু হতেই দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ, নামখানা, বকখালি, সাগর, পাথরপ্রতিমার মৎস্যজীবীদের জালে উঠল মরসুমের প্রথম রুপোলি শস্য। 

ইলিশ ঢুকছে রাজ্যে
  • 6/10

বঙ্গোপাসাগরে বৃষ্টি ও পূবালী বাতাস থাকায় ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মিলেছে। বুধবার থেকে ৫০০ টনের বেশি ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। মাছের দাম ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যে। তবে ১ কেজি ওজন হলে সেই মাছের দাম বেড়ে যাবে অনেকটাই।

ইলিশ ঢুকছে রাজ্যে
  • 7/10

খবর মিলেছে আকারে, ওজনে ইলিশগুলি ৫০০ গ্রামের ওপরে। ইতিমধ্যে ইলিশভর্তি ট্রলার ফিরতে শুরু করেছে নামখানা, কাকদ্বীপ মৎস্যবন্দরে। ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের মাছের আড়ত ঘুরে পৌঁছে যাবে কলকাতা-সহ রাজ্যের বাজারে।

Advertisement
ইলিশ ঢুকছে রাজ্যে
  • 8/10

গত ১৫ জুন থেকে ইলিশ ধরার মরসুম শুরু হলেও এ বারে সেভাবে ইলিশ ধরা পড়েনি। প্রায় খালি ট্রলার নিয়ে ফিরতে হয়েছিল। লোকসানের মুখে পড়তে হয়েছিল মৎস্যজীবীদের।

ইলিশ ঢুকছে রাজ্যে
  • 9/10

জুলাই মাস পড়ে গেলেও মাছের ঝাঁক কোথায় লুকিয়েছিল, তা বুঝতে না পেরে হতাশ হচ্ছিলেন মৎস্যজীবীরা। অবশেষে রুপোলি শস্য জাল ভরে যাওয়ায় খুশি ট্রলার মালিক থেকে মৎস্যজীবী।

 

ইলিশ ঢুকছে রাজ্যে
  • 10/10

যেভাবে বৃষ্টি চলছে আগামী দিনে মনে করা হচ্ছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া সম্ভাবনা তৈরী হয়েছে বলে মনে করছে মৎস্যজীবীরা। ফলে এদিন থেকে আরও ট্রলার ওই এলাকায় ছুটে যাচ্ছে।

Advertisement