scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

এসি চালাতে গিয়ে এই ভুল করবেন না, এক ঝটকায় খসতে পারে ১০-১৫ হাজার টাকা

AC-চালাতে গিয়ে এই ভুল করবেন না
  • 1/10

এসি চালাতে গিয়ে কখনও এই ভুল করবেন না। এক ঝটকায় খসে যেতে পারে মোটা টাকা। তার পরিমাণও কম নয়, দশ পনেরো হাজার টাকার ধাক্কা লাগতে পারে।

AC-চালাতে গিয়ে এই ভুল করবেন না
  • 2/10

ভারতে একাধিক শহরে খুব গরম পরে। যার কারণে এসি ছাড়া প্রাণ ওষ্ঠাগত হয়ে আসে। এসি চালালে সব এসিতেই সেখান থেকে বেশ কিছুটা জল বের হয়।

AC-চালাতে গিয়ে এই ভুল করবেন না
  • 3/10

আসলে এসির ভিতরে কম্প্রেসার, কনডেনসার এবং কুলিং কয়েল এর মত বেশ কিছু পার্টস থাকে। কন্ডেন্সার এবং কুলিং কয়েল যখন কাজ করতে শুরু করে তখন ভিতরে জল তৈরি হয়। যা এসি বাইরে বের করে দেয়। এর মধ্যে মিনারেলস থাকে না।

Advertisement
AC-চালাতে গিয়ে এই ভুল করবেন না
  • 4/10

এসি থেকে বের হওয়া জলে একাধিক খনিজের ঘাটতি দেখা দেয়। এ কারণে এটি ইনভার্টার এ ব্যবহার করা যায় না।

AC-চালাতে গিয়ে এই ভুল করবেন না
  • 5/10

এসি থেকে বের হওয়া জলে ইলেক্ট্রোলাইট সলিউশনের রূপে কাজ করতে যে কেমিক্যাল প্রয়োজন সেটি থাকে না।

AC-চালাতে গিয়ে এই ভুল করবেন না
  • 6/10

ইনভার্টার ব্যাটারিতে সঠিক জল না যদি ভরে থাকেন, তাহলে তার ভিতরে থাকা প্লেট খারাপ হওয়ার ভয় থাকে। আসলে ব্যাটারিতে খারাপ বা ভুল ধরনের জল সেটি শুকিয়ে দিতে পারে। যাতে সেটি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।

AC-চালাতে গিয়ে এই ভুল করবেন না
  • 7/10

ইনভার্টারের ব্যাটারি খারাপ হলে তাহলে মোটা টাকা গচ্ছা যায়। এটি ঠিক করতে ১০-১৫ হাজার টাকা খরচ হয়ে যেতে পারে।

Advertisement
AC-চালাতে গিয়ে এই ভুল করবেন না
  • 8/10

এসি থেকে বের হওয়া জল ঘরে ব্যবহার করা যেতে পারে। যার মধ্যে ঘর-গাড়ি পরিষ্কার করার মতো কাজ রয়েছে।

AC-চালাতে গিয়ে এই ভুল করবেন না
  • 9/10

এসি থেকে বের হওয়া জল অনেকে গাছে দেওয়ার কাজে ব্যবহার করেন। যদিও এখনও পর্যন্ত এতে কোনও পরিষ্কার তথ্য মেলেনি। যে এটি গাছের জন্য খারাপ না ভাল।

 

AC-চালাতে গিয়ে এই ভুল করবেন না
  • 10/10

উইন্ডো বা স্প্লিট দুই রকমের এসিতেই জল বের হয়। এটি পাইপ লাগিয়ে বোতল বোতলে স্টোর করা যেতে পারে।

Advertisement