দুপুরে ভাত বেঁচে গিয়েছে? ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন লুচি। প্রথমেই এক কাপ ভাতের সঙ্গে আধ চা চামচ নুন মেশান। তাতে জল দিয়ে ভালোভাবে মিশ্রণ বানিয়ে ফেলুন। মিশ্রণটির সঙ্গে ময়দা ও সাদা তেল দিয়ে ডো বানিয়ে নিন। সাদা তেল লাগিয়ে নিন, পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন । এবার ওই ডোকে ছোট ছোট করে লেচির মত কেটে বেলে নিন। এবার মাঝারি আঁচে সাদা তেলে ভেজে নিন। তৈরি হয়ে গেল গরম গরম লুচি, এবার পরিবেশন করুন।