Advertisement
লাইফস্টাইল

Tight Belt Fertility: টাইট করে বেল্ট পরেন? স্পার্ম কাউন্ট কমে যায় কিন্তু...

অনেকেই বেল্ট পরেন টাইট করে
  • 1/9

অনেকেই বেল্ট পরেন টাইট করে। এটাই তাদের অভ্যাস। তবে মাথায় রাখতে হবে, এভাবে টাইট করে বেল্ট পরার রয়েছে একাধিক সমস্যা।

টাইট করে বেল্ট বাঁধার রয়েছে একাধিক সমস্যা
  • 2/9

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টাইট করে বেল্ট বাঁধার কারণে শরীরের হাল বিগড়ে যেতে পারে। তাই টাইট করে বেল্ট পরার অভ্যাস থাকলে শুধরে যেতে হবে। নইলে বিপদের শেষ থাকবে না।

পুরুষেরা পরতে পারেন বিপদে
  • 3/9

বিশেষত, পুরুষেরা মহা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাদের টাইট করে বেল্ট পরলে ফার্টিলিটি পর্যন্ত কমে যেতে পারে। তাই আর সময় নষ্ট না করে বিষয়টা সম্পর্কে বিশদে জেনে নিন।

Advertisement
টাইট বেল্ট কোমরে বাঁধলে কোমরের আশপাশের তাপমাত্রা বেড়ে যায়
  • 4/9

বিশেষজ্ঞদের মতে, টাইট বেল্ট কোমরে বাঁধলে কোমরের আশপাশের তাপমাত্রা বেড়ে যায়। যে কারণে স্পার্ম কাউন্ট কমে যাওয়ার রয়েছে আশঙ্কা। তার ফলে ফার্টিলিটির উপর প্রভাব পড়ে।

র্ঘসময় বেল্ট পরে থাকেন
  • 5/9

আসলে যারা দীর্ঘসময় বেল্ট পরে থাকেন, তাদেরই এই সমস্যার আশঙ্কা রয়েছে। তাদের বাড়তে পারে বিপদ। তাই আপনারা বেশি সাবধান হন।

নিয়মিত বেল্ট পরার কারণে জয়েন্টের ব্যথাও হতে পারে
  • 6/9

শুধু তাই নয়, নিয়মিত বেল্ট পরার কারণে জয়েন্টের ব্যথাও হতে পারে। চেষ্টা করুন যতটা সম্ভব টাইট করে বেল্ট না পরার।

টাইট করে বেল্ট পরলে অন্ত্রের সমস্যা হতে পারে
  • 7/9

এখানেই শেষ নয়, যাদের ওজন বেশি, তারা টাইট করে বেল্ট পরলে অন্ত্রের সমস্যা হতে পারে। এমনকী পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটি।

Advertisement
টাইট করে বেল্ট পরতে বারণ করেন
  • 8/9

এই সব কারণেই বিশেষজ্ঞরা টাইট করে বেল্ট পরতে বারণ করেন। তার বদলে একটু হালকা করে বাঁধুন। তাতেই সমস্যার করতে পারবেন সমাধান।

নিয়মিত সুগার, প্রেশার মাপুন
  • 9/9

আর অবশ্যই নিয়মিত সুগার, প্রেশার মাপুন। এই অসুখগুলিও ফার্টিলিটি কমিয়ে দিতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখা জরুরি।

Advertisement