scorecardresearch
 

Cervical Cancer: সার্ভিক্যাল ক্যান্সারেই অকাল মৃত্যু পুনমের, কী এই ক্যান্সার-কী কী লক্ষণ?

সার্ভিক্যাল ক্যানসার বা জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন নীল ছবির নায়িকা। শেষরক্ষা হল না, মারণরোগ প্রাণ কেড়ে নিল। আর তার পরেই চর্চায় উঠে এসেছে সার্ভিক্যাল ক্যান্সার। বহু মহিলাই এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। পুনমের মৃত্যুর পর যা রীতিমতো ভয় ধরিয়েছে।

Advertisement
সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত পুনম পান্ডে। সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত পুনম পান্ডে।
হাইলাইটস
  • সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন নীল ছবির নায়িকা।
  • বহু মহিলাই এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।
  • ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের সার্ভিক্যাল ক্যান্সারের টিকা দেওয়া হবে। 

মাত্র ৩২ বছর বয়সেই অকালমৃত্যু। মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুতে স্তম্ভিত সকলে। সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন নীল ছবির নায়িকা। শেষরক্ষা হল না, মারণরোগ প্রাণ কেড়ে নিল। আর তার পরেই চর্চায় উঠে এসেছে সার্ভিক্যাল ক্যান্সার। বহু মহিলাই এই ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। পুনমের মৃত্যুর পর যা রীতিমতো ভয় ধরিয়েছে। ঘটনাচক্রে, বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে সার্ভিক্যাল ক্যান্সার রোধে নয়া উদ্যোগ নেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের সার্ভিক্যাল ক্যান্সারের টিকা দেওয়া হবে। 

সার্ভিক্যাল ক্যানসার কেন হয়?
বিশেষজ্ঞদের মতে, সার্ভিক্যাল ক্যান্সার হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপি) সংক্রমণের কারণে হয়। ১০০টিরও বেশি এইচপিভি রয়েছে, যার মধ্যে কমপক্ষে ১৪টি ক্যান্সারের কারণ হিসাবে পরিচিত। 

সার্ভিক্যাল ক্যান্সারের লক্ষণ কী?

আরও পড়ুন

কয়েকটি লক্ষণ দেখেই বোঝা যায়, এই ক্যান্সার শরীরে থাবা বসিয়েছে কিনা, জেনে নিন...

* শারীরিক মিলনের পর রক্তপাত
* পিরিয়ড চলাকালীন রক্তপাত
* মেনোপজের পর রক্তপাত
* যোনি স্রাবে তীব্র দুর্গন্ধ
* যোনি স্রাবে রক্তপাত
* প্রস্রাব করার সময় ব্যথা

ঝুঁকির কারণ কী?

* ধূমপান বেশি মাত্রায় করলে এই ক্যান্সারের ঝুঁকি থাকে। 
* এইচআইভি আক্রান্তদের ঝুঁকি বেশি। 
* স্থূলতা
* ফল এবং সবজি কম খাওয়া। 
* পরিবারে কেউ এই ক্যান্সারে আক্রান্ত হলে। 
* গর্ভনিরোধক বড়ি খেলে
* ১৭ বছরের কম বসে প্রথম গর্ভবতী হলে এই ক্যান্সারের ঝুঁকি থাকে। 

সার্ভিক্যাল ক্যান্সারের  চিকিৎসা
বিশেষজ্ঞদের মতে, কোনও রকম লক্ষণ থাকলে সতর্ক হন। চিকিৎসকের পরামর্ নিন। এই ক্যান্সারেরও চিকিৎসা রয়েছে।

* জরায়ুর যে অংশে এই ক্যান্সারের কোষ রয়েছে, সেই অংশটি বাদ দিতে অস্ত্রোপচার করা হতে পারে। 

Advertisement

* রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সার কোষকে নির্মূল করা যায়। 

* এছাড়া কেমোথেরাপি করা হয়। 

সার্ভিক্যাল ক্যান্সারের পর্যায়

* স্টেজ ১- ক্যানসারের কোষগুলি জরায়ুর গভীর টিস্যুতে বাড়ে। 

* স্টেজ ২- জরায়ু এবং জরায়ুর বাইরে ছড়িয়ে পড়ে ক্যান্সার। 

* স্টেজ ৩- ক্যানসারের কোষগুলি যোনির নীচের অংশে থাকে। মূত্রাশয় থেকে প্রস্রাব বহনকারী টিউবগুলি মূত্রনালীকে ব্লক করতে পারে। 

* স্টেজ ৪- মূত্রাশয় এবং মলদ্বারকে প্রভাবিত করতে পারে ক্যান্সার। শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে ক্যান্সার। 

Advertisement