ক্যান্সার! এই শব্দটি শুনলেই মুখ শুকনো হয়ে যায়। শরীরে যেন হিমস্রোত বয়। আতঙ্কের এই রোগই এখন গোটা বিশ্বের অন্যতম মাথাব্যথা। যে রোগের আদতে কোনও ওষুধ নেই। তবে হ্যাঁ, ক্যান্সার রোগীদের জন্য ইদানীং নানা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, যার সাহায্যে অনেকেই এই মারণরোগকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। তবুও ক্যান্সারকে ঘিরে ভীতি কাটেনি। এমন প্রেক্ষাপটে বছর শেষের আগে ক্যান্সারের ভ্যাকসিন তৈরির দাবি করে বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে রাশিয়া। পুতিনের দেশ দাবি করেছে, ক্যান্সারের প্রতিষেধক তৈরি করেছে তারা।