Advertisement

Chicken Side Effect: রোজ রোজ চিকেন খাওয়া কি ভাল? এই সমস্যাগুলো হতে পারে কিন্তু

মুরগির মাংস খেতে অনেকেই ভালবাসেন। পাতে চিকেন থাকলে নিমেষে ভাত খাওয়া হয়ে যায়। যাঁরা চিকেনপ্রমী, তাঁদের তো চিকেন ছাড়া চলেই না। পারলে রোজই তাঁরা চিকেন খান। এমন অনেকেই রয়েছেন, যাঁরা প্রায় রোজদিনই মুরগির মাংস খান। আবার অনেকে চিকেন রান্না করে ফ্রিজে রেখে দেন। তার পরে রোজ একটু একটু বার করে খান। কিন্তু রোজ রোজ চিকেন খাওয়া কি ভাল?

Advertisement
POST A COMMENT