Advertisement

Viral Infections: মরসুম বদলে জ্বর-সর্দি-কাশি, কীভাবে এড়াবেন ভাইরাল সংক্রমণ?

এখন মরসুম বদলের সময়। রাতের দিকে হালকা হিম পড়াও শুরু হয়েছে বহু জেলায়। ভাইরাল সংক্রমণে কাবু বহু মানুষ। এক-দু’দিনের বেশি জ্বর না টিকলেও গলায় খুসখুসে ভাব, শুকনো কাশি থেকে যাচ্ছে দীর্ঘদিন। এই উপসর্গ কি আবার কোনও নতুন ভাইরাসের হানায় হচ্ছে? কী বলছেন চিকিৎসকরা? কীভাবেই বা এড়াবেন এই সংক্রমণ থেকে।

Advertisement
POST A COMMENT