scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

মেয়ের প্রেমিক তার চেয়ে ৪২ বছরের বড়, দেখেই পুলিশ ডাকল মা-বাবা

অসম বয়সী দম্পতি
  • 1/8

আমেরিকানের ১৯ বছর বয়সী সদ্য যুবতী, একটি ৬৪ বছরের বৃদ্ধের সঙ্গে বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে পরিবারের সঙ্গে কথা বলাতে নিয়ে গেলে পরিবারের লোকজন খেপে লাল।
 

অসম বয়সী দম্পতি
  • 2/8

ওই যুবতী জানিয়েছেন যখন তিনি তার প্রেমিককে নিয়ে প্রথমবার বাড়িতে গেলেন, পরিবারের সঙ্গে দেখা করার জন্য, তাঁকে দেখেই তারা পুলিশ ডেকে নিয়ে আসেন।

অসম বয়সী দম্পতি
  • 3/8

১৯ বছরের যুবতী বৃদ্ধের সঙ্গে প্রেম করে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে জানিয়ে দিতে চান যে ওই বৃদ্ধ আগে থেকেই বিবাহিত এবং দুই বাচ্চার বাবা। যুবতী তার সম্পূর্ণ ইতিহাস জানেন। তাঁর কোনও আপত্তি নেই।

Advertisement
অসম বয়সী দম্পতি
  • 4/8

যুবতীর যে মা-বাবা প্রথমবার পুলিশ ডেকে নিয়ে এসেছিলেন, কিন্তু পরে যখন সম্পর্ক তৈরি হয়ে যায় পরে তাঁরা মেনে নেন।  দুজনের মধ্যে বয়সের পার্থক্য ৪২ বছর।

অসম বয়সী দম্পতি
  • 5/8

স্মাইলি মুন নামে ওই যুবতী প্রথমবার ২০২০ সালে নিজের ৬১ বছরের স্বামী কেবিন এর সঙ্গে ডেটিং সাইটে পরিচিত হন। তারপর ৪২ বছরের পার্থক্য থাকা সত্ত্বেও তারা মিলিত হন। তাঁর স্বামী কেভিন একজন অভিজ্ঞ সেনাকর্মী যিনি পুলিশে কাজ করেন।

অসম বয়সী দম্পতি
  • 6/8

স্মাইলি মুন অনলাইন চ্যাট করতে গিয়ে কয়েক মাসের মধ্যেই সরকারিভাবে একজন আরেকজনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে নেন। সাংবাদিকদের কেভিন জানিয়েছেন, আমি তাকে দেখে উৎসাহিত হই এবং পাশাপাশি ঘাবড়েও যাই।

অসম বয়সী দম্পতি
  • 7/8

যুবতী নিজেই জানিয়েছেন যে, তাঁরা দুজনে খুব খুশি এবং সুখেই রয়েছেন। তাঁরা এখনও প্রথম দিনের ব্যাপারে কথা বলেন। যেদিন তাঁরা দেখা করেছিলেন। যুবতী বলেন, কেভিনের তরফ থেকে প্রথম পদক্ষেপ তোলা হয়। তিনি নিজের হাত আমার মুখে নিয়ে আসেন এবং আমাকে প্রথম কিস করেন। এটি আমাদের প্রথম সামনাসামনি সাক্ষাৎ।

 

Advertisement
অসম বয়সী দম্পতি
  • 8/8

আমরা দুজনেই নিজেরা সম্মতির ভিত্তিতেই একসঙ্গে থাকতে শুরু করেছি। আমরা একজন আরেকজনের সঙ্গে মিশে যাই এরপরে আমরা একাধিকবার দেখা করি। কেভিনকে আমার খুবই ভালো লাগে আমাদের বয়সের অন্তর অনেকটা হলেও পরে তা কোনও রকম সমস্যা তৈরি করতে পারেনি।

Advertisement