রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গির আতঙ্ক। বিগত ২ সপ্তাহের মধ্যে রাজ্যে ২ হাজার ২০০-রও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে ২ জনের।
পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জ্বর হলে প্রায় সব ক্ষেত্রেই ডেঙ্গি পরীক্ষার পরামর্শও দেওয়া হচ্ছে। মূলত এডিস মশার কামড়েই ডেঙ্গিতে আক্রান্ত হন মানুষ। এডিস ইজিপ্টাই (Aedes Aegypti) প্রজাতির স্ত্রী মশাই হল ডেঙ্গি ভাইরাসের প্রধান বাহক।
এটিকে Yellow Fever Mosquito-ও বলা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গির মশা (Dengue Mosquito Bite) সবচেয়ে বেশি সক্রিয় থাকে দিনের বেলায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ই এই মশা সর্বাধিক কামড়ায়।
আরও পড়ুন - পিতৃপুরুষরা রেগে আছেন, কিছু সঙ্কেতে বোঝা যায়
ডিম পাড়ার সময়ে ডেঙ্গির মশা একাধিকবারও কামড়াতে পারে। ডিম পাড়ার পর সেগুলি বেশ কয়েকমাস পড়ে থাকে। তারপর জলের সংস্পর্শে এলে সেগুলি থেকে লার্ভা বের হয়।
গবেষণায় আরও জানা গিয়েছে, ডেঙ্গির মশা মানুষের পায়ের গোড়ালি, কনুইয়ের চারপাশে বা শরীরে অন্যান্য অংশে কামড়াতে পারে।