চলছে উৎসবের মরশুম। আর হাতে গোনা দিন পরেই দীপাবলি। আলোর উৎসবে বাড়ি ও কর্মস্থল সাজাতে মন চায় সকলের।
তার মধ্যে এই বছর করোনা মহামারীতে অনেকেই চাইছেন না বাইরে থেকে কেনা মোম দিয়ে বাড়ি সাজাতে। রয়েছে তার সমাধান। দেখে নিন দীপাবলির আগে খুব সহজে ও স্বল্প খরচে কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন মোম।
উপকরণ : সাদা মোম, মোম রঙ পেন্সিল, রকমারি পাত্র, মোটা সুতো, সুগন্ধি ও রকমারি সাজানোর জিনিস (প্রয়োজন ও পছন্দ অনুসারে)।
অন্য একটি পাত্রে গ্যাসে জল গরম করুন। এবার মোম ও রঙ মেশানো পাত্রটি ওই ফুটানো জলের পাত্রের উপর বসিয়ে দিন।
সম্পূর্ণ মোমটি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যেই আকৃতির মোম আপনি তৈরি করতে চাইছেন সেই আকৃতির পাত্র গুলি কাছাকাছি রাখুন।
তরল মোম জমে যাওয়া অবধি অপেক্ষা করুন। মোমটি শক্ত হয়ে গেলে সেই পাত্রের মধ্যেই রাখতে পারেন। কিংবা আস্তে- আস্তে সেই মোম বের করে নিতে পারেন। সেক্ষেত্রেও রাখা পাত্রের আকারেই হয়ে যাবে মোম।
যদি কেউ চান সুগন্ধী মোম তৈরি করতে, তবে সুগন্ধি কিংবা কারুকার্য করা ছোট ছোট উপকরণ গ্যাসে তরল মোম তৈরি করার সময়েই বিভিন্ন রকমের সুগন্ধি ও উপকরণ মিশিয়ে দিতে পারেন একই সঙ্গে।