scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম, রইল টিপস্

দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম,রইল টিপস্
  • 1/10

চলছে উৎসবের মরশুম। আর হাতে গোনা দিন পরেই দীপাবলি। আলোর উৎসবে বাড়ি ও কর্মস্থল সাজাতে মন চায় সকলে‌র।

দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম,রইল টিপস্
  • 2/10

তার মধ্যে এই বছর করোনা মহামারীতে অনেকেই চাইছেন না বাইরে থেকে কেনা মোম দিয়ে বাড়ি সাজাতে। রয়েছে তার সমাধান। দেখে নিন দীপাবলির আগে খুব সহজে ও স্বল্প খরচে কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন মোম।

দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম,রইল টিপস্
  • 3/10

 উপকরণ : সাদা মোম, মোম রঙ পেন্সিল, রকমারি পাত্র, মোটা সুতো, সুগন্ধি ও রকমারি সাজানোর জিনিস (প্রয়োজন ও পছন্দ অনুসারে)।

Advertisement
দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম,রইল টিপস্
  • 4/10

প্রথমে সাদা মোম ও রং পেন্সিল একসঙ্গে ভেঙে টুকরো টুকরো করে একটি পাত্রে রাখুন।
 

দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম,রইল টিপস্
  • 5/10

অন্য একটি পাত্রে গ্যাসে জল গরম করুন। এবার মোম ও রঙ মেশানো পাত্রটি ওই ফুটানো জলের পাত্রের উপর বসিয়ে দিন। 

দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম,রইল টিপস্
  • 6/10

সম্পূর্ণ মোমটি গলে যাওয়া  পর্যন্ত অপেক্ষা করুন। যেই আকৃতির মোম আপনি তৈরি করতে চাইছেন সেই আকৃতির পাত্র গুলি কাছাকাছি রাখুন। 

দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম,রইল টিপস্
  • 7/10

মোম রাখার পাত্রে মোটা সুতো লম্বালম্বিভাবে দিয়ে তার ওপর গলানো মোম ঢেলে দিন ধীরে ধীরে। 

Advertisement
দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম,রইল টিপস্
  • 8/10

তরল মোম জমে যাওয়া অবধি অপেক্ষা করুন। মোমটি শক্ত হয়ে গেলে সেই পাত্রের মধ্যেই রাখতে পারেন। কিংবা আস্তে- আস্তে সেই মোম বের করে নিতে পারেন। সেক্ষেত্রেও রাখা পাত্রের আকারেই হয়ে যাবে মোম। 

দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম,রইল টিপস্
  • 9/10

যদি কেউ চান সুগন্ধী মোম তৈরি করতে, তবে সুগন্ধি কিংবা কারুকার্য করা ছোট ছোট উপকরণ গ্যাসে তরল মোম তৈরি করার সময়েই বিভিন্ন রকমের সুগন্ধি ও  উপকরণ মিশিয়ে দিতে পারেন একই সঙ্গে।

দীপাবলির আগে স্বল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন মোম,রইল টিপস্
  • 10/10

এইভাবেই খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন দীপাবলী উপলক্ষে মোম। আপনার বাড়ি ভরে উঠুক আলোতে। শুধুমাত্র নিজের বাড়ি সাজানো নয়, প্রিয়জনেদের উপহার হিসেবেও দিতে পারেন হাতে তৈরি রঙিন মোম ।

Advertisement