scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

'এক্সপিরিয়েন্স বেঙ্গল'- মুগ্ধ পর্যটকরা, বলছেন, "আবার আসিব ফিরে"

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 1/23

বিশ্ব পর্যটন দিবসে রাজ্য পর্যটন দপ্তরের চালু করা নতুন মোবাইল আ্যপ 'এক্সপিরিয়েন্স বেঙ্গল' এখন ডুয়ার্সের পর্যটন মহলের 'হটকেক'।
 

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 2/23

এই আ্যপের হাত ধরেই মুখ থুবড়ে পড়া ডুয়ার্সের পর্যটন শিল্পে নতুন আশার আলো দেখতে পাচ্ছেন এই পেশার সাথে যুক্ত কয়েক লাখ মানুষ।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 3/23

এই খুশির খবরে বিশ্ব পর্যটন দিবসে জলদাপাড়া জাতীয় উদ্যানে বেড়াতে আসা সমস্ত পর্যটকদের হাতে গোলাপ ফুল, খাদা পরিয়ে মিষ্টি মুখ করালেন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে।

Advertisement
এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 4/23

রাজ্য পর্যটন দপ্তরের নতুন এই আ্যপে গোটা বিশ্বের পর্যটন মানচিত্র যেমন চলে আসবে পর্যটকদের হাতের মুঠোয়।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 5/23

তেমনই দেশ বিদেশের পর্যটন ব্যবসায়ীরাও এই আ্যপের মাধ্যেমে বিশ্বের সমস্ত পর্যটনকেন্দ্রগুলোর পরিষেবা সম্পর্কে অনেক বেশি তথ্য জানতে পারবেন।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 6/23

এই আ্যপে ইতিমধ্যেই পর্যটন শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীদের আ্যড করার কাজ শুরু করে দিয়েছে রাজ্য পর্যটন দপ্তর।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 7/23

অন্যদিকে এই অ্যাপ নিয়ে খাদের কিনারে চলে আসা ডুয়ার্সের পর্যটনে নতুন করে পর্যটন বিপ্লব ঘটবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

Advertisement
এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 8/23

একদিকে যেমন এই সরকারি এই আ্যপে দেশ বিদেশের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলোর হালহকিকত থেকে খুঁটিনাটি তথ্য থাকবে।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 9/23

তেমনই উত্তরবঙ্গের পাহাড়, নদী, জঙ্গলের মধ্যে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন পর্যটকরা।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 10/23

প্রসঙ্গত, করোনা সংক্রমণের জেরে গত প্রায় দুই বছর ধরে ডুয়ার্সের পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছিল। ডুয়ার্সমুখী হয়নি পর্যটকরা।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 11/23

পাহাড়ে কিছু পর্যটক এলেও ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল পর্যটক মহল। সরকারি আশ্বাসেও মন ভেজেনি।

Advertisement
এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 12/23

যদিও করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা কমতেই গুটি গুটি পায়ে পর্যটকরা আসতে শুরু করেছেন  এই জেলার পর্যটন কেন্দ্র গুলোতে।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 13/23

কিন্তু করোনা সংক্রমণের আগে যে হারে পর্যটকরা ভিড় জমাতেন নদী, পাহাড়, জঙ্গল পরিবেষ্টিত এই জেলায়। তা তেমন নেই এখন।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 14/23

আগের তুলনায় করোনা সংক্রমণের পরে ৮০-৯০ শতাংশ পর্যটক মুখ ফিরিয়ে নিয়েছেন সবুজ এই জেলা থেকে বলে স্থানীয় তথ্য বলছে।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 15/23

সম্প্রতি, কেন্দ্রের রেলমন্ত্রকের বিলাসবহুল ভিস্তাডোম কোচের দৌলতে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায় পর্যটকরা ছুটে আসছেন।

Advertisement
এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 16/23

তেমনই বিশ্ব পর্যটন দিবসে রাজ্য সরকারের 'এক্সপিরিয়েন্স বেঙ্গলের' সুবাদে ফের আলিপুরদুয়ার জেলার পর্যটন মহল আশার আলো দেখতে পাচ্ছেন। 

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 17/23

অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সেন্ট্রাল ডুয়ার্সের সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, বিশ্ব পর্যটন দিবসে আমাদের পর্যটন কারবারিদের নতুন উপহার দিলেন রাজ্য সরকার।

 

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 18/23

আমরা আশাবাদী কেন্দ্রের ভিস্তাডোম রাজ্যের এই নতুন আ্যপ আলিপুরদুয়ার জেলার পর্যটনে বিপ্লব ঘটাবে। পর্যটকদের জোয়ার আসবে।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 19/23

পর্যটক আসাও শুরু করেছেন। এদিনই যাঁরা ঘুরতে এসেছিলেন, তাঁরা স্থানীয় ব্যবসায়ীদের আতিথেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন।

Advertisement
এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 20/23

পেশাদারি মনোভাবের পাশাপাশি যেভাবে তাঁরা পাশে দাঁড়িয়েছেন, ফিরে গিয়ে তাঁরা মধুর অভিজ্ঞতার কথা এলাকায় বলবেন বলেও জানান।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 21/23

পরিচিতরাও যাতে নির্দ্বিধায় ডুয়ার্সে আসেন, সে ব্য়াপারে মাউথ ক্যাম্পেন করবেন। করোনা সংক্রান্ত কিছু ভয় বা চিন্তা ছিল ঘুরতে আসার আগে।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 22/23

কিন্তু এখানে আসার পর করোনা বিধি মেনে যেভাবে ঘোরার বন্দোবস্ত করা হয়েছে, তা রীতিমতো প্রশংসনীয় বলে জানান তাঁরা।

এক্সপিরিয়েন্স বেঙ্গল
  • 23/23

যাঁরা আসছেন না, তাঁরা বুঝতে পারবেন না, কতটা নিরাপদ এই ভ্রমণ। ঘুরতে আসার আগে যে জড়তা ছিল তা কেটে গিয়েছে। ফের আসবেন বলে জানান তাঁরা।

Advertisement