যৌন জীবন নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন। কিন্তু সুখী দাম্পত্যের অন্যতম চাবিকাঠীই হল যৌনজীবনে (Sex Life) সন্তুষ্টি।
নারী-পুরুষের মধ্যে যে কোনও একজন দুর্বল হলেই যৌনজীবনে আসে অতৃপ্তি। অনেকে ওষুধের সাহায্যে সাময়িকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু এর দীর্ঘমেয়াদি ফল ভাল নয় বলেই মনে করেন চিকিৎসকেরা।
গবেষণা বলছে, জিনসেং নামে একটি গাছের মূল বীর্যস্খলনের সময়কাল কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই বাড়িয়ে তোলে।
বর্তমানে জিনসেং সারা বিশ্বের কাছে একটি আলোচিত ঔষধি উদ্ভিদ। জানা যাচ্ছে, হাজার হাজার বছর ধরে চিন, জাপান ও কোরিয়ায় বিভিন্ন রোগের প্রতিষেধক ও শক্তিবর্ধক টনিক তথা পথ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে জিনসেং।
জিনসেংকে কোরিয়ানরা বিভিন্নভাবে খেয়ে থাকেন। পুরো মূলটি সুপে গিয়ে বা সেদ্ধ হিসেবে খেতে হয়। চিবিয়ে চিবিয়ে এর নির্যাস খেতে হয়।