scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Snowfall In India : শীতে ভারতের এই জায়গাগুলি হয়ে ওঠে 'সুইৎজারল্যান্ড', তুষারপাত দেখতে ঘুরে আসুন

প্রতীকী ছবি
  • 1/8

শীতে তুষারপাত (Snowfall In India) দেখা এক অন্য আনন্দ। অনেকেই শীতের মুরশুমে তুষারপাত দেখার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যান। তুষারপাত দেখার সবচেয়ে উপযুক্ত সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। চলুন জেনে নেওয়া যাক ভারতের এমন কিছু জায়গা যেখানে আপনি তুষারপাত দেখায়র জন্য যেতে পারেন। 

প্রতীকী ছবি
  • 2/8

গুলমার্গ, জম্মুকাশ্মীর - কনকনে ঠান্ডার যদি আসল আনন্দ নিতে হয় তাহলে আপনি যেতে পারেন জম্মুকাশ্মীরের গুলমার্গ। এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এখানে আপনার মনে হবে, আপনি ঠিক যেন প্রকৃতির কোলে রয়েছেন। তুষারপাত দেখার পাশাপাশি এখানে স্নো স্পোর্টসের আনন্দও আপনি উপভোগ করতে পারবেন। 

প্রতীকী ছবি
  • 3/8

মানালী, হিমাচল প্রদেশ - শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে মানালী যেতে পারেন। এখানে আপনি অনেক কিছু করতে পারবেন। আর মানালী গিয়ে  রোটাং পাস দেখতে কখোনই ভুলবেন না। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

মুসৌরি, উত্তরাখণ্ড - মুসৌরিকে বলা হয় পাহাড়ের রানি। বিশেষত শীতের মরশুমে এই জায়গা স্বর্গের মতো সুন্দর। এখানে দেখারও বেশকিছু জায়গা রয়েছে। 

প্রতীকী ছবি
  • 5/8

লে, লাদাখ - বাইক চালাতে যাঁরা ভালবাসেন তাঁদের প্রায় প্রত্যেকের কাছে লে-এর রাস্তায় চালানো স্বপ্ন। আপনি যদি এখানে ভারী তুষারপাত উপভোগ করতে চান তবে যেতে পারেন নুব্রা ভ্যালি এবং লে-এর প্যাংগং সো লেকে। এখানকার শান্তি স্তূপের অনুভূতিও আপনি নিতে পারেন। 

প্রতীকী ছবি
  • 6/8

চোপতা, উত্তরাখণ্ড - চোপতা হল সবুজ জঙ্গলে ঘেরা এক মনোরম উপত্যকা। এটি উত্তরাখণ্ডের কেদারনাথ ওয়াইল্ড লাইফের একটি অংশ। এই অঞ্চলে কখনও কখনও এতটাই তুষারপাত হয় যে এলাকার জনজীবনও কার্যত স্তব্ধ হয়ে যায়। 

প্রতীকী ছবি
  • 7/8

তাওয়াং, অরুণাচলপ্রদেশ - বরফের চাদড়ে ঢাকা তাওয়াং বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধমঠগুলির অন্যতম। মনোমুগ্ধকর প্রকৃতিক দৃশ্যের জন্য এই অঞ্চল পর্যটকদের কাছে খুবই পছন্দের গন্তব্য। এখানে কখনও কখনও তাপমাত্রা শূন্যের নিচেও চলে যায়। কারও কারও মতে ভারতের মধ্যে সবচেয়ে সুন্দর তুষারপাত দেখা যায় এখানেই। তাওয়াং যাওয়ার সবচেয়ে আদর্শ সময় হল ডিসেম্বর-জানুয়ারি। 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

নৈনিতাল, উত্তরাখণ্ড - লেকে ঘেরা নৈনিতালও একটি মনোরম ট্যুরিস্ট স্পট। এখান থেকে আপনি ভীম-তালেও যেতে পারেন। জানুয়ারি মাসে এখানে প্রায়শই তুষারপাত হয়। 
 

Advertisement