করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ ঠেকাতে অধিকাংশ মানুষেরই ভরসা পরিচ্ছন্নতা আর সচেতনতায়। রুটি-রুজির টানে এখন অনেক মানুষকেই কাজে বাড়ির বাইরে যেতে হচ্ছে প্রতিদিন। দোকানে, বাজারেও বেরতেই হচ্ছে সপ্তাহে ২-৩ দিন। এই পরিস্থিতিতে জামা-কাপড়ে লেগে থাকা ভাইরাস কণা কতক্ষণ বেঁচে থাকতে পারে? কী করে বাইরে থেকে ফিরে জীবানুমুক্ত করবেন গায়ের জামা-কাপড়গুলিকে? জেনে নিন...
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, ধাতব বস্তু এবং প্লাস্টিকের উপর এই ভাইরাস প্রায় ৩ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কারণ, এই উপাদানগুলির উপরিতল ছিদ্রহীন হওয়ায় ভাইরাস এখানে দীর্ঘ ক্ষণ টিকে থাকতে পারে।
গবেষকরা একাধিক গবেষণার পর জানিয়েছেন, জামা-কাপড়ের ছিদ্রযুক্ত পৃষ্ঠ ভাইরাস কণাগুলিকে ধরে রাখে এবং ছড়িয়ে পড়তে দেয় না। ফলে জামা-কাপড়ে ঘণ্টা খানেকের বেশি টিকে থাকতে পারে না এই করোনাভাইরাস।
সম্প্রতি একাধিক গবেষণায় দাবি করা হয়েছে, Covid-19 ছিদ্রহীন পৃষ্ঠে দীর্ঘক্ষণ বেঁচে থাকতে সক্ষম। অর্থাৎ, জামা-কাপড় তেমন ভাবে করোনাভাইরাস সংক্রমণের উপযুক্ত মাধ্যম নয়। তবে তাই বলে জামা-কাপড়ের উপাদানকে সম্পূর্ণ নিরাপদও বলা চলে না।