আলোর উৎসব দীপাবলিতে চারিদিক আলোকিত হয় সেজে ওঠে বাড়িঘর - রাস্তাঘাট। প্রদীপ জ্বালালে নেগেটিভিটি দূর হয়,সমস্ত জায়গায়।
ঠাকুরঘরে কিংবা ঠাকুরের সামনে অবশ্যই কালীপুজোর দিন প্রদীর জ্বালাবেন। এছাড়াও তুলসীতলায়, লক্ষ্মী ও গণেশের সামনে এবং রান্নাঘরে প্রদীপ জ্বালানো ভালো।
দীপাবলিতে উত্তর ও উত্তর- পূর্ব দিকে প্রদীপ জ্বালালে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। পূর্ব দিকে মুখ করে প্রদীপ রাখলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
সম্ভব হলে দীপাবলির দিন অন্তত একটি প্রদীপ সারারাত জ্বালিয়ে রাখুন। এর ফলে সমস্ত রকম অন্ধকার থেকে আপনার জীবন আলোকিত হবে।
কাঁসার প্রদীপ পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে। অন্যদিকে মাটির প্রদীপ চারিদিকে একটি আনন্দের পরিবেশ তৈরি করে।