scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Jam Benefits : শুধু জাম নয় বীজেরও রয়েছে প্রচুর গুণ, কী কী উপকারিতা?

জাম
  • 1/5

জাম (Jam) একটি মরশুমি ফল। খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি এর অনেক ঔষধি গুণও আছে। জাম মূলত টক ফল হলেও স্বাদে মিষ্টি। জামে প্রচুর পরিমানে গ্লুকোজ এবং ফ্রুটোজ পাওয়া যায়। এছাড়াও এতে প্রায় সকল প্রয়োজন নুনও পাওয়ায় যায়।

জাম
  • 2/5

পাঁচন ক্রিয়ার জন্য জাম খুবই উপকারী। জাম পেটের অনেক সমস্যাও দূর হয়।

জাম
  • 3/5

ডায়াবেটিস রোগীদের জন্য জাম খুবই কার্যকরী। জামের বীজ শুকিয়ে গুঁড়িয়ে নিয়ে খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায়। 

 

Advertisement
জাম
  • 4/5

ডায়াবেটিস ছাড়াও এতে এমন অনেক উপাদান আছে যা ক্যানসার প্রতিরোধেও কার্যকর। 

জাম
  • 5/5

ডায়ারিয়ায় সন্দক লবনের সঙ্গে জাম খেলে উপকার পাওয়া যায়। রক্ত আমাশয়তেও জামের বীজ খুব উপকারী। এছাড়া দাঁত ও মাড়ি সংক্রান্ত অনেক সমস্যার সমাধানে জাম বিশেষ উপকারী। এর বীজ গুড়ো করে ব্রাশ করলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে।

আরও পড়ুনহঠাৎ ন্যাড়া হলেন এই জনপ্রিয় অভিনেত্রী, কেন? VIRAL

Advertisement