scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

'যাকে ছেলে ভেবেছি সে আসলে কাকা! গার্লফ্রেন্ডের সঙ্গে চলছে দাদুর অ্যাফেয়ার'

যাকে ছেলে ভেবেছি সে আসলে কাকা!
  • 1/8

কিছু বিষয় অবিশ্বাস্য মনে হলেও তা আদপে সত্যি হয়। সম্পর্ক মানুষকে সামাজিক বন্ধে বেঁধে রাখে। একই সঙ্গে কিছু সম্পর্কে যদি সমস্যা দেখা দেয় তবে তা জীবনে বড় ধরনের ভূমিকম্প আনতে পারে।

যাকে ছেলে ভেবেছি সে আসলে কাকা!
  • 2/8

যেমনটা ঘটেছে এক টিকটক ইউজারের ক্ষেত্রে। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যেখানে ওই ইউজার স্বীকার করেছেন, যাকে ছেলে মনে করেছেন এতদিন, সে আসলে তার কাকা!

যাকে ছেলে ভেবেছি সে আসলে কাকা!
  • 3/8

কী ভাবে ঘটল এই অঘটন? ভিডিওতে তিনি জানান, গত কয়েক বছর ধরে তিনি গার্লফ্রেন্ডকে নিয়ে ঠাকুরদার বাড়িতে এক সঙ্গে থাকছিলেন।

Advertisement
যাকে ছেলে ভেবেছি সে আসলে কাকা!
  • 4/8

সেখানেই ঠাকুরদার সঙ্গে তাঁর গার্লফ্রেন্ডের এই সম্পর্ক গড়ে উঠেছে। তিনি যখন কোনও কাজে বাইরে থাকতেন, বা অফিসে যেতেন তখন তাঁদের মধ্যে উদ্দাম যৌনতা চলত।

যাকে ছেলে ভেবেছি সে আসলে কাকা!
  • 5/8

এত দিন পর তিনি জানতে পেরেছেন, আসলে যাকে এতদিন নিজের ছেলে হিসাবে জেনে এসেছেন, সে সম্পর্কে তাঁর কাকা হবে। কারণ সন্তান তাঁর নিজের ঠাকুরদার।

যাকে ছেলে ভেবেছি সে আসলে কাকা!
  • 6/8

কী ভাবে জনতে পারলেন এই সত্যি? ইউজার ভিডিওতে জানিয়েছেন, তাঁর গার্লফ্রেন্ড একদিন স্নানে গিয়েছিল। সে সময় তাঁর মোবাইলে ইউটিউব চালাতে গিয়ে মেসেজে চোখ পড়ে ওই ব্যক্তির।

যাকে ছেলে ভেবেছি সে আসলে কাকা!
  • 7/8

গত কয়েক বছরের মেসেজ চালাচালি ছিল ঠাকুরদার সঙ্গে। একটু গভীরে ঢুকতেই বুঝতে পারেন তাঁদের সম্পর্ক স্বাভাবিক নয়। সেখানে নানা নগ্ন ছবি এবং সঙ্গতরত অবস্থার ভিডিও ছিল।

Advertisement
যাকে ছেলে ভেবেছি সে আসলে কাকা!
  • 8/8

মেসেজে তাঁর গার্লফ্রেন্ড ঠাকুরদাকে লিখেছেন, এই সন্তান তাঁরই। তার পরই সব জানতে পারেন ওই ব্যক্তি। ভিডিও দেখে অনেকে সহানুভূতি ব্যক্ত করেছেন। কমেন্টও এসেছে প্রচুর।

Advertisement