scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Hill Paradise Jhepi: দার্জিলিঙে হোটেল পাচ্ছেন না? কাছেই তো 'ঝেপি', হিমালয়ের অচেনা স্বর্গ

ঝেপি
  • 1/10

Hill Paradise Jhepi:ব্যস্ততম জীবনের কয়েক ঘন্টা বা কয়েকটা দিন  নিঝুম সন্ধ্যা কাটাতে চাইছেন? তবে আপনার গন্তব্য হতেই পারে দার্জিলিংয়ের (Darjeeling) বিজনবাড়ি (Bijonbarie) ব্লকের ঝেপি গ্রাম। মুক্ত পরিবেশ, দূষণহীন বাতাস। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ। সেই সঙ্গে বাড়তি পাওনা স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য।

ঝেপি
  • 2/10

বাড়তি আকর্ষণ এখানেই পাহাড়ের ঢালে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হওয়া শাকসবজি। যা দিয়েই অতিথিদের রান্না করে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এবার ছুটি প্ল্যান করলে ভিড়ে ঠাসা চিরাচরিত দার্জিলিং শহরে না কাটিয়ে একরাত কাটিয়ে আসুন নিস্তব্ধতায় বিশুদ্ধ প্রকৃতির মাঝে। এখান থেকেই ঘুরে নিতে পারবেন দার্জিলিং কিংবা সিকম। 

ঝেপি
  • 3/10

দার্জিলিং,পর্যটকদের কাছে পয়লা পছন্দ হলেও অনেকেই ভিড় এড়িয়ে থাকতে পছন্দ করেন। অনেকে সারাদিন কাটিয়ে সন্ধ্যায় নিজের মতো থাকতে চান। তাঁদের জন্য আদর্শ এই ঝেপি। 

Advertisement
ঝেপি
  • 4/10

দার্জিলিং থেকে কাছে কিন্তু স্বর্গীয় সৌন্দর্যের অধিকারী দূষণহীন নিস্তব্ধ ও নিরিবিলির মধ্যে কিছুটা সময় কাটাতে চাইলে বিজনবাড়ি এলাকার ঝেপি গ্রামে চলে যান। 

ঝেপি
  • 5/10

একদিকে দার্জিলিং জেলা অন্যদিকে সিকিমের জোরথাং। এই দুটি শহরের ঠিক মাঝখানে হল ঝেপি। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে ১১৫ কিলোমিটার এবং দার্জিলিং থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই ঝেপি গ্রাম।

 

ঝেপি
  • 6/10

এখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি ছোটো ছোটো হোমস্টে। হোমস্টে গুলিতে শহরের বিলাসবহুল বাড়ির অত্যাধুনিক পরিষেবা না পাওয়া গেলেও সেখানে মিলবে পাহাড়ের প্রত্যন্ত গ্রামের মানুষদের জীবনযাত্রাকে কাছ থেকে উপলব্ধি করার সুযোগ।

ঝেপি
  • 7/10

ঝেপি গ্রামে হোমস্টে গুলির মধ্যে অন্যতম আকর্ষণ হল পাহাড়ের ঢালে গড়ে তোলা ফার্ম হাউস। চারপাশে পাহাড়ে ঘেরা এই ফার্ম হাউসে পর্যটকদের থাকার জন্য রয়েছে মোট ৬ টি ঘর। বাকি জমিতে পাহাড়ে ধাপ কেটে চাষ করা হচ্ছে নানা ধরনের শাক সবজি। শুধু তাই নয় পর্যটকদের জন্য এখানে মুরগির চাষ করা হয়েছে। ফলে এখানে আসা পর্যটকদের সেই শাকসবজি ও মাংস রান্না করে খাওয়ার হিসেবে দেওয়া হয়।

Advertisement
ঝেপি
  • 8/10

অন্যদিকে ফার্মের একপাশ দিয়ে বয়ে গেছে একটি ঝর্না। ফার্ম হাউসের ঘরের বারান্দায় বসলে ঝর্ণার শব্দ ও পাহাড়ের পোকামাকড়ের শব্দে মন জুড়িয়ে যাবে। এছাড়াও এখানে পর্যটকদের বিনোদনের জন্য সমস্ত রকম ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।

ঝেপি
  • 9/10

পর্যটকদের রাতের একঘেঁয়েমি কাটাতে বর্ন ফায়ারের বন্দোবস্তও রয়েছে। স্থানীয় একটি ফার্ম স্টের কর্ণধার রবিরত্ন প্রধান বলেন, পর্যটকরা এখানে এলে মুক্ত বাতাসে বুকভরে নিঃশ্বাস নিতে পারবেন। এবং কর্মব্যস্ত জীবের কিছুটা সময় স্বস্তিতে কাটাতে পারবেন। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে আর বেশ করেকটি কটেজ তৈরির পরিকল্পনা রয়েছে।

ঝেপি
  • 10/10

কীভাবে যাবেন এখানে?

শিলিগুড়ি থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় ঝেপি গ্রামে । জনপ্রতি শেয়ার গাড়ি করে দার্জিলিং তারপর ঝেপি । এছাড়াও রিজার্ভ গাড়ি করে সরাসরি ঝেপি পৌঁছে যাওয়া যায়।

Advertisement