scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

মহিলাদের বিকল্প রুজির অনলাইন বাজার এবার অফলাইনে, হামলে পড়ছে জনতা

অনলাইনের মহিলা বাজার এখন অফলাইনে
  • 1/8

ক্রেতা হোক কিংবা বিক্রেতা। সব কিছুতেই মহিলারা। মহিলাদের সাজ সজ্জার নানারকম নিত‍্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করাই মূল উদ্দ‍্যেশ‍্য তাঁদের।
 

অনলাইনের মহিলা বাজার এখন অফলাইনে
  • 2/8

সামাজিক মাধ‍্যমকে হাতিয়ার করেই  মালদা জেলায় সাড়া ফেলেছে সেই মহিলা সংগঠন। জেলার প্রতিটি ব্লকের মহিলা বিক্রেতারা তাদের সাথে যুক্ত রয়েছে।

অনলাইনের মহিলা বাজার এখন অফলাইনে
  • 3/8

টানা এক বছর তাঁরা অনলাইনমের মাধ‍্যমেই গ্রাহকদের পরিষেবা দিয়ে এসেছেন। তবে এবার অনলাই নয় ! অফলাইনে আত্মপ্রকাশ করলেন তাঁরা।

Advertisement
অনলাইনের মহিলা বাজার এখন অফলাইনে
  • 4/8

আর মাত্র তিন সপ্তাহ। তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব  শারদীয়া দুর্গাপুজোয় মেতে উঠবে আপামর বঙ্গবাসী। সেই সুযোগে তাঁরা অফলাইনে বিক্রির বন্দোবস্ত করলেন।

অনলাইনের মহিলা বাজার এখন অফলাইনে
  • 5/8

যাঁরা অনলাইনে এতদিন পাশে থেকেছেন, তাঁদের জন্য সামনাসামনি কেনাকাটার সুযোগ করে দিচ্ছেন তাঁরা। সাড়াও ভালই মিলছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

অনলাইনের মহিলা বাজার এখন অফলাইনে
  • 6/8

তার আগে সংগঠনের সমস্ত মহিলা বিক্রেতারা এককাট্টা হয়ে তৈরি করেছেন অস্থায়ী সামগ্রীর বাজার। শনিবার তা শুরু হয়েছে। চলবে তিনদিন ধরে।

অনলাইনের মহিলা বাজার এখন অফলাইনে
  • 7/8

মালদহের চাঁচল কলেজ রোডের একটি লজে ওই বাজারের আয়োজন করেছে তাঁরা। সেখানে রীতিমতো মহিলা ক্রেতা ভিড় জমেছে। মহিলারা নিজেরাই হাতে তৈরী করে কসমেটিকের কিছু সামগ্রী নিয়ে বসেছেন।

 

Advertisement
অনলাইনের মহিলা বাজার এখন অফলাইনে
  • 8/8

এ ছাড়া নিত‍্য নতুন ডিজাইনের চুড়িদার কেউ বা নামি কোম্পানির শাড়ি বিক্রি করছেন। এক কথায় সেই বাজারে ক্রেতা বিক্রেতা সব কিছুতেই মহিলারা রয়েছেন।

Advertisement