scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

প্রিন্সেস ডায়ানার জনপ্রিয় জাম্পার, ফিরছে নয়া ট্রেন্ডে

diana
  • 1/6

১৯৮০ সালে ওয়ালসের প্রিন্সেস ডায়ানা পড়েছিলেন সাদা স্লিভ ও লাল শিপ জাম্পার, দারুণ জনপ্রিয় হয়েছিল সেই পোশাক। এত বছর পর আবার ফিরে আসছে সেই পোশাক। ফোটো- উইকিমিডিয়া 

diana 1
  • 2/6

আমেরিকান লেবেল রোয়িং ব্লেজারস তাদের ২০২০-র শীতের কালেকশনে রি-লঞ্চ করছে সেই শিপ জাম্পার। ডিজাইনার জোয়ানা ওসর্বোন এবং স্যালি মুয়ার একসঙ্গে কাজ করছেন এই লেবেলের হয়ে। ফোটো- রোয়িং ব্লেজারস ইনস্টাগ্রাম সৌজন্যে

diana 2
  • 3/6

১৯৭৯ সালে কিন্টওয়ার এই ডিজাইন তৈরি করে। তারা এখন আর ব্যবসায় নেই ঠিকই কিন্তু অনেককে উৎসাহিত করে গিয়েছে তাদের ডিজাইন। সেই সঙ্গে তৈরি হয়েছে বহু কপি। ফোটো- রোয়িং ব্লেজারস ইনস্টাগ্রাম সৌজন্যে

Advertisement
diana 3
  • 4/6

স্কারলেট জাম্পার, যার সাদা স্লিভ। কেবলমাত্র একটি কালো স্লিভ যা বিভিন্ন অনুষ্ঠানে পরেছেন প্রিন্সেস। ১৯৮৩ সালে প্রিন্স অৎ ওয়েলসের সঙগে আউটিংয়েও এই পোশাক পরতে দেখা গিয়েছে তাঁকে। ফোটো- রোয়িং ব্লেজারস ইনস্টাগ্রাম সৌজন্যে

 

 

diana 4
  • 5/6

এমনকী ডায়ানার ব্যক্তিগত সেই সোয়েটার এখন ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়ামের অংশ। ফোটো- রোয়িং ব্লেজারস ইনস্টাগ্রাম সৌজন্যে

 

 

diana 5
  • 6/6

 তবে অত্যাধিক চাহিদার কারণে এখন কেবলমাত্র আগের থেকে অর্ডার করলেই পাওয়া যাবে এই জাম্পার। ২০২১ সালের শুরু থেকে সিপিংয়ের কথা ভাবছে কোম্পানি। ফোটো- রোয়িং ব্লেজারস ইনস্টাগ্রাম সৌজন্যে

Advertisement