আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের পুরুষ ও মহিলারা নিজেদের লাভ লাইফ, সম্পর্ক ইত্যাদি নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন। OkCupid নামে একটি ডেটিং অ্যাপ এই সংক্রান্ত একটি পরিসংখ্যান সামনে এনেছে। সেখানে দেখানো হয়েছে, সেক্স, টাকা, স্বাধীনতা ইত্যাদির গুরুত্ব তাদের জীবনে কতখানি। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে স্বাধীনতার পক্ষে মত।
OkCupid- অ্যাপের ইউজারদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কী? যা থাকলে তাঁরা সবথেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর উত্তরে বেশিরভাগজনই জানিয়েছেন, টাকা সবথেকে প্রয়োজনীয় বলে তাঁরা মনে করেন। প্রায় ৩৯ শতাংশ মানুষ আর্থিক স্বাচ্ছন্দের কথা জানিয়েছেন। এরপরই গুরুত্ব পেয়েছে ঘুরতে যাওয়া, সেক্স ও আর্ট। সেক্সকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন ২২ শতাংশ মানুষ।
অর্থ ও স্বাধীনতা- এই দুটোর মধ্যে কোনটি বেশি পছন্দ করেন? এর উত্তরে ৬৫ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন। বাকিরা অর্থকে বেছে নিয়েছেন।
এর থেকেই পরিষ্কার যে, বেশিরভাগ লোক পয়সার জন্য স্বাধীনতা হারাতে চান না। যদিও অনেকেই অর্থকেও সমান গুরুত্ব দিয়েছেন।
প্রেমের সম্পর্কে পার্টনারকে স্বাধীনতা দিতে কত শতাংশ ভারতীয় পছন্দ করেন? পার্টনারকে স্বাধীনতা দেওযার পক্ষে মত দিয়েছেন ৬৮ শতাংশ। আবার পার্টনারের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার পক্ষে মত দিয়েছেন, ৭৩ শতাংশ। বাকি ২৩ শতাংশ আবার এর বিপক্ষে মত দিয়েছেন।
শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়। আরও নানা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এই অ্যাপে। যেমন তার মধ্যে অন্যতম সংবাদ মাধ্যমের স্বাধীনতা। ৯০ শতাংশ ভারতীয় সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন।
ধর্মের স্বাধীনতার জন্য কি আলাদা করে আইন দরকার? এই প্রশ্নের উত্তরে প্রায় ৭৬ শতাংশ মানুষ জানিয়েছেন, এরকম কোনও আইনের প্রয়োজন নেই বলেই তাঁরা মনে করেন।