Advertisement
লাইফস্টাইল

Women Attraction Reasons: কী দেখে পুরুষদের পছন্দ করেন মেয়েরা? জানুন কারণ

  • 1/10

পূর্বরাগই ভালবাসার সূত্রপাত। প্রথম দেখায় ভাল না লাগলে কথাই এগোয় না তো ভালবাসা দূরের বস্তু! প্রচলিত ধারণা পুরুষরা না মহিলাদের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন। মহিলারা কী দেখে পুরুষে প্রেমে পড়েন? 

  • 2/10

সব কথা খুলে বলবেন না- পছন্দের নারীকে সব কথা খুলে বলবেন না। বরং গোপন রাখুন। তাঁকে সারপ্রাইজ দিন। কিছু জিনিস গোপন রাখলে তাঁর কাছে আপনার গুরুত্ব বাড়বে। 
 

  • 3/10

সাহসী পুরুষ- মেয়েরা সাহসী পুরুষ পছন্দ করেন। সব মেয়েরাই চায়,আত্মবিশ্বাসী এবং সাহসী পার্টনার। লড়াকু মানসিকতার পুরুষরা মহিলাদের মন সহজেই জিতে নেন। ফলে কখনও ভয় পেলেও চোখে মুখে তা আনবেন না। আবেগ নিয়ন্ত্রণ করুন। 

Advertisement
  • 4/10

বেশি পাত্তা নয়- মনস্তত্ত্ব বলছে যে জিনিস পাওয়া মুশকিল তার প্রতি মানুষ বেশি আকর্ষিত হন। ফলে সহজেই কোনও মহিলাকে ধরা দেবেন না। মাঝে মাঝে পাত্তা না দিলেই তাঁর মন জিততে পারবেন। সারাক্ষণ ঘ্যানঘ্য়ান করা ছেলেদের পছন্দ করে না মেয়েরা। 
 

  • 5/10

প্রথম দেখায় বেশি কথা নয়- প্রথম দেখাতেই নিজের ব্যাপারে সব জানিয়ে দেবেন না। প্রথম সাক্ষাতেই সব বলে দিলে এমনও হতে পারে আপনার দোষ-গুণ বেরিয়ে আসবে। তাই ঝুঁকি নেবেন না। প্রথম দেখা অল্প কথায় সারুন। 

  • 6/10

মেয়েরা ছেলেটিকে চেনার জন্য তাঁর মুখের দিকে নজর দেন। ফলে মনের ভাব পড়তে দেবেন না। তাঁকে পছন্দ হলেও সেটা যেন বোঝা না যায়। আপনার প্রতি যত কৌতূহল তৈরি হবে ততই বেশি আগ্রহ তৈরি হবে। 
 

  • 7/10

গুরুগম্ভীর পুরুষদের পছন্দ করেন না মেয়েরা। সেন্স অব হিউমার থাকাও জরুরি। ফলে মেয়েদের সামনে মাঝে মধ্যে হালকা কথাও বলুন। 

Advertisement
  • 8/10

পুরুষের চরিত্র খুঁটিয়ে দেখেন মেয়েরা। ফলে এমন কোনও কথা বলবেন না যা আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেয়। অতিরিক্ত স্মার্টনেস দেখালে মুশকিল। 
 

  • 9/10

কোথাও আছেন সেটা বলবেন না। তাঁকে ভাবতে বাধ্য করুন আপনি কী করছেন? আপনাকে মিস করলেই প্রেম বাড়বে। 

  • 10/10

পুরুষের সুস্বাস্থ্যও দেখেন মেয়েরা। সেই সঙ্গে পোশাক। এমন কোনও পোশাক পরবেন না যাতে হাসির পাত্র হন। পোশাক যে ভদ্র হয়। ঠিকঠাক রং পছন্দ করুন। চড়া রং পরবেন না। নিজের ব্যক্তিত্ব ও শরীর অনুযায়ী পোশাক নির্বাচন করুন।        
 

Advertisement