scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Sex Survey: পুরুষের মধ্যে প্রথমেই কী দেখেন মহিলারা? মিলল চমকে দেওয়া তথ্য

সার্ভে
  • 1/9

পুরুষ এবং মহিলাদের সেক্সুয়াল বিহেভিয়ার নিয়ে সম্প্রতি একটি স্টাডি করেছে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়। গবেষকরা জানিয়েছেন, বয়স ভেদে পুরুষ এবং মহিলাদের সেক্সুয়াল প্রায়োরিটি পাল্টে যায়।

সার্ভে
  • 2/9

স্টাডি বলছে, কম বয়সি পুরুষরা শারীরিক ভাবেই মহিলাদের প্রতি আকৃষ্ট হন। অন্য দিকে মহিলারা মানসিকতার মিল খোঁজেন।

সার্ভে
  • 3/9

স্টাডির অন্যতম গবেষক ডক্টর স্টিফেন হোয়াইট জানান, স্টাডিতে অনেক পুরনো গবেষণার ফলাফল সমর্থন করেছে। তবে একটা নতুন জিনিস জানা গিয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে সেক্সুয়াল প্রায়োরিটি পাল্টে যায়।

Advertisement
সার্ভে
  • 4/9

তিনি বলেন, '১৮-৪০ বছরের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই প্রাথমিক ভাবে অ্যাপিয়ারেন্সের উপর জোর দেন। এ সময় তাঁদের ফার্টিলিটি সবচেয়ে বেশি থাকে। তবে এর পর থেকে এটা কমতে থাকে। তখন ব্যক্তিত্ব এবং ব্যবহার বা স্বভাবকে প্রায়োরিটি দেন।'

সার্ভে
  • 5/9

তিনি আরও বলেন, 'বিশেষত ২০-৩০ বছর বয়সিদের মধ্যে লুকসের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি হয়।' গবেষণাটি ১৮ থেকে ৬৫ বছর বয়সি হাজার হাজার অস্ট্রেলিয়ান নাগরিকের উপর করা হয়েছে।

সার্ভে
  • 6/9

গবেষকরা প্রত্যেককে সেক্সুয়াল প্রেফারেন্স নিয়ে ৯টি বিষয়ে মতামত চান। এই ৯টি বিষয় ছিল - বয়স, আকর্ষণ, শারীরিক গঠন, বুদ্ধি, শিক্ষা, আয়, বিশ্বাস এবং মানসিকতা।

সার্ভে
  • 7/9

গবেষণায় সেক্সুয়াল প্রেফারেন্স নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল। যাদের উত্তর ০ থেকে ১০০-র মধ্যে নম্বর দিয়ে সাবমিট করেন অংশগ্রহণকারীরা।

Advertisement
সার্ভে
  • 8/9

মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে শারীরিক গঠনের উপর জোর দেওয়া হয়েছে বেশি। তবে মহিলারা বুদ্ধি এবং শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন।

সার্ভে
  • 9/9

স্টাডিতে আরও দেখা গিয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক ভরসা বিশ্বাসযোগ্যতার উপর বেশি জোর দিয়েছেন উভয় লিঙ্গের ব্যক্তিরা।

Advertisement