scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

প্রেগনেন্ট হতে অপরিচিত পুরুষকে ঘরে ডাকলেন মহিলা, তার পর...

এলি
  • 1/7

মা হতে চাইছিলেন অনেক দিন ধরে। তবে বয়ফ্রেন্ডও নয়, কোনও চিকিৎসকের ক্লিনিকেও যাননি তিনি। তার বদলে অপরিচি এক পুরুষকে ঘরে ডেকে নিলেন মহিলা।

এলি
  • 2/7

সবচেয়ে আশ্চর্ষের বিষয় যে পুরুষকে ঘরে ডাকলেন তিনি আগে থেকেই একই ভাবে আরও ১৫০ জন সন্তানের পিতা! মহিলা নিজে জানিয়েছেন যে ভালো মানের স্পার্মের জন্য তিনি ওই অপরিচিত ব্যক্তির সঙ্গে সেক্স করেছেন। যদিও তিনি একটি সম্পর্কে রয়েছেন।

এলি
  • 3/7

মহিলা বলেছেন, 'ওই ব্যক্তি ১৫০ জন সন্তানের পিতা। নিশ্চয়ই তার মধ্যে ভালো কিছু দেখেছেন নারীরা। তাই সম্পর্কে থাকা সত্ত্বেও আমি তাঁকে প্রেগনেন্ট হওয়ার জন্য হায়ার করেছিলাম। আমার কাছে আইডিয়াটা খুব ক্রেজি মনে হয়েছিল।'

Advertisement
এলি
  • 4/7

ওই ব্যক্তির সঙ্গে বিছানার যাওয়ার ১০ মিনিট আগে তাঁর সঙ্গে পরিচয় হয় এলি এলিসন নামের ওই মহিলার। তবে কোনও রোম্যান্টিক ডেট ছিল না সেটি। একমাত্র উদ্দেশ্য ছিল ওই পুরুষের স্পার্ম নিয়ে প্রেগনেন্ট হওয়া। একই সঙ্গে কিছুটা বিখ্যাত হওয়া।

এলি
  • 5/7

এলি জানিয়েছেন, ক্লিনিক নয়, প্রাকৃতি পদ্ধতিতেই মা হতে চেয়েছিলেন তিনি। ব্রিটেনে এ ভাবে প্রতি বছর হাজার হাজার শিশু জন্ম নেয়। যেখানে পুরুষরা স্পার্ম বিক্রি করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। এ ধরনের ওয়েবসাইটের মধ্যে spermdonorhub.com এবং co-parentmatch.com-এর মতো ওয়েবসাইট সামিল রয়েছে।

এলি
  • 6/7

ব্রিটেনে আই ভি এফ-এর মাধ্যমে মা হতে গেলে বিপুল পরিমাণ খরচ করতে হয়। প্রাকৃতিক পদ্ধতিতে গর্ভধারণ করা তিন গুণ সুরক্ষিত। একই সঙ্গে অনেক কম খরচে এটি করা সম্ভব।

এলি
  • 7/7

এলি নিজে এ কথা জানিয়েছেন। এলি আরও জানিয়েছেন, প্রথম বার গর্ভ ধারণ করতে অসফল হয়েছিলেন তিনি। ফলে ওই ব্যক্তিকে আরও একবার ডাকতে হয়। দ্বিতীয়বারের চেষ্টায় প্রেগনেন্ট হন এলি।

Advertisement