scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

শহর জুড়ে যেন প্রেমের মরসুম! Valentines Week-র বিশেষ দিনগুলি এক নজরে

ভ্যালেন্টাইনস সপ্তাহ
  • 1/9

চারিদিকে ইতিমধ্যেই প্রেম প্রেম আবহ। বছরের এই সময়টায় বসন্তের ঠিক আগে ফেব্রুয়ারি মাসে সকলে মেতে ওঠেন ভালোবাসার উদযাপনে। এক সপ্তাহ জুড়ে চলে বিশেষ উদযাপন। জেনে নিন ভ্যালেন্টাইনস সপ্তাহের কবে কোন বিশেষ দিন। 

রোজ ডে
  • 2/9

রোজ ডে (Rose Day)

৭ ফেব্রুয়ারি রোজ ডে উৎযাপন হয়। নিজের ভালোবাসার মানুষকে পছন্দের রঙের গোলাপ তুলে দেন সকলে। 

প্রপোজ ডে
  • 3/9

প্রপোজ ডে (Propose Day)

মনের মানুষকে যে ভালোবাসেন, সেটা অন্যান্য দিন বলতে না পারলেও এই বিশেষ দিনে জানান দিতেই পারেন। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে হিসাবে পালিত হয়। 
 

Advertisement
চকোলেট ডে
  • 4/9

চকোলেট ডে (Chocolate Day)

এই দিনটি অনেকের সবচেয়ে প্রিয়। রকমারি চকোলেট প্রিয় মানুষকে উপহার দেওয়ার রীতি ৯ ফেব্রুয়ারি। 

 টেডি ডে
  • 5/9

 টেডি ডে (Teddy Day)

টেডি বিয়ার পছন্দ করেন না, এরকম মেয়ে খুব কমই আছেন। অনেক ছেলেদেরও সফ্ট টয় বা টেডি পছন্দের তালিকায় রয়েছে। ১০ ফেব্রুয়ারি টেডি ডে নামে পরিচিত।

প্রমিস ডে
  • 6/9

প্রমিস ডে (Promise Day)

ভালোবাসা ও প্রতিশ্রুতি এই দুধো শব্দ হয়তো একে অপরের পরিপূরক। প্রিয় মানুষের সঙ্গে ১১ ফেব্রুয়ারি অঙ্গীকারবদ্ধ হতে পারেন আপনিও। 

হাগ ডে
  • 7/9

হাগ ডে (Hug Day)

মনের মানুষকে মন ভরে জড়িয়ে ধরার বা আলিঙ্গন করার এটাই সেই দিন। ১২ ফেব্রুয়ারি হাগ ডে হিসাবে প্রচলিত। 

Advertisement
 কিস ডে
  • 8/9

 কিস ডে (Kiss Day)

প্রেমের সপ্তাহের এই দিন একে অপরকে ভরিয়ে দিতে পারেন উষ্ণ চুমুতে। অনেকের মতে, মুখে না বলা কথাও এর মাধ্যমে ব্যক্ত করা যায়। ১৩ ফেব্রুয়ারি উৎযাপন হয় কিস ডে বা চুম্বন দিবসের। 

 

ভ্যালেন্টাইন্স ডে
  • 9/9

ভ্যালেন্টাইন্স ডে  (Valentines Day)

এটাই সেই 'ডি-ডে'! বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। উপহার, প্রতিশ্রুতি সব কিছুর পাশাপাশি মনের মানুষকে বুঝিয়ে দিয়ে তাঁকে কতটা ভালোবাসেন। কথায় বলেড় ভালোবাসায় বিশ্ব জয় করা যায়, তাই আর বিরত না থেকে, প্রাণ খুলে ভালোবাসুন।

Advertisement